#পঃ মেদিনীপুর: বৃষ্টির দাপট কমেছে। কিন্তু জমা জল এখনও নামেনি, তার সঙ্গে বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ফলে নদীতে জলস্তরও বাড়ছে অনেকটা। ফলে এখনও জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা।ঘাটালের ১২টি ওয়ার্ড জলমগ্ন।এলাকায় নামানো হয়েছে নৌকা।দাশপুরের সামাটে জলের তলায় চলে গিয়েছে রাস্তা। ফলে ঘাটাল ও মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন। ডেবরা ও পিংলায় জল নামতে শুরু করলেও কেশপুরের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জল বেড়েছে তমাল, পারাং, কুবাই নদীতে। এখনও শতাধিক গ্রাম জলমগ্ন। বহু কাঁচবাড়ি ক্ষতিগ্রস্ত। বহু ধানজমিও এখনও জলের নীচে।কাঁসাই নদীর জলও বাড়ছে হু হু করে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে।
জলমগ্ন পঃ মেদিনীপুরের বিভিন্ন এলাকা ৷ ডেবরা ও পিংলায় জল নামছে ৷ তবে বহু ধানজমি এখনও জলের নীচে ৷ কাঁসাই নদীর জলও বাড়ছে৷ কেশপুরেও পরিস্থিতির খানিকটা অবনতি৷ জল বেড়েছে তমাল, পারাং, কুবাই নদীতে এখনও শতাধিক গ্রাম জলমগ্ন ৷ বহু কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত৷ ত্রাণ শিবিরের ব্যবস্থা প্রশাসনের৷