হোম /খবর /দক্ষিণবঙ্গ /
নদিয়ার স্কুলে মিটল জল সমস্যা, পানীয় জল পেল পড়ুয়ারা, শুরু হল মিড ডে মিল

নদিয়ার স্কুলে মিটল জল সমস্যা, পানীয় জল পেল পড়ুয়ারা, শুরু হল মিড ডে মিল

দেড়মাস ধরে স্কুলে এসে জল পাচ্ছিল না নদিয়ার বাহাদুরপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।

  • Last Updated :
  • Share this:

    #নদিয়া: নিউজ এইটিন বাংলার খবরের জের। পানীয় জল পেল নদিয়ার বাহাদুরপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। জল মেলায় চালু হল মিড ডে মিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হাসি ফিরেছে পড়ুয়াদের মুখে।

    স্কুলের একটি জলের কল খারাপ। আর একটিতে যে জল আসে তা পানের অযোগ্য। দেড়মাস ধরে স্কুলে এসে জল পাচ্ছিল না নদিয়ার বাহাদুরপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।

    পানীয় জলই যেখানে অমিল, সেখানে মিড ডে মিলের রান্না হবে কী করে? প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। জল সঙ্কটে সোমবার মিড ডে মিল বন্ধের পথে হাঁটে স্কুল।

    মঙ্গলবার সকাল থেকেই পড়ুয়াদের জল না পাওয়ার খবর সম্প্রচার করে নিউজ এইটিন বাংলা। যা দেখে বিডিও অফিস থেকে স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয়। পড়ুয়াদের জন্য তড়িঘড়ি পাঠানো হয় জল। শুরু হয় রান্না।

    জল মিলেছে। খাবারও মিলেছে। হাসি ফিরেছে পড়ুয়াদের মুখে। খুদেরা ধন্যবাদ জানিয়েছে নিউজ এইটিন বাংলাকে।

    বুধবার থেকে স্কুলেই মিলবে জল। পুরোপুরি মিটবে রান্নার সমস্যাও।

    First published:

    Tags: Drinking Water, Mid-day mill, Nadia, Primary School