Home /News /south-bengal /
খরচ মেটাতে হিমশিম স্কুল, বন্ধ কাটোয়ার এই স্কুলের মিড ডে মিল

খরচ মেটাতে হিমশিম স্কুল, বন্ধ কাটোয়ার এই স্কুলের মিড ডে মিল

Photo: News18 Bangla

Photo: News18 Bangla

নতুন বছরটা শুভ হয়ে আসেনি কাটোয়ার গোবিন্দচাঁদ প্রাইমারি স্কুলের পড়ুয়াদের কাছে।

 • Share this:

  #কাটোয়া: নতুন বছরটা শুভ হয়ে আসেনি কাটোয়ার গোবিন্দচাঁদ প্রাইমারি স্কুলের পড়ুয়াদের কাছে। চলতি বছরের প্রথম দিন থেকেই স্কুলে বন্ধ মিড ডে মিল। খরচ কুলোতে না পারায়, এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অবিলম্বে মিড ডে মিল চালুর আশ্বাস দিয়েছে প্রশাসন।

  পূর্ব বর্ধমানের কাটোয়া পুর এলাকার মধ্যেই অবস্থিত গোবিন্দচাঁদ প্রাইমারি স্কুল। পড়ুয়া সংখ্যা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। সাকুল্যে ৯ জন পড়ুয়ার মিড ডে মিল জোগাড় করতে গিয়েই স্কুল কর্তৃপক্ষের মাথায় হাত। সরকার থেকে মিড ডে মিল বাবদ পড়ুয়া পিছু যে টাকা মেলে, তা দিয়ে খাবারের সংস্থান করা এক কথায় অসম্ভব। প্রশাসনকে সমস্যার কথা জানিয়েও ফল না মেলায়, দুপুরের খাবারের ব্যবস্থাই বন্ধ করে দিয়েছে স্কুল। ফলে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে স্কুলে আর হাঁড়ি চড়ছে না।

  সমস্যার কথা জেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।শুধু মিড ডে মিল-ই না। ধুঁকতে থাকা এই স্কুলটিকে অন্য স্কুলের সঙ্গে যুক্ত করে অন্যান্য সমস্যাও মেটাতে চাইছে প্রশাসন।

  First published:

  Tags: Katwa Primary School, Mid Day Meal

  পরবর্তী খবর