Indrajit Mondal
#পুরুলিয়া: পুরুলিয়া সদর হাসপাতাল চত্বরেই ঘুরে বেড়াচ্ছে শূয়োর, কুকুর, গরু l ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বায়ো মেডিক্যাল ওয়েস্টের নীল, লাল ও কালো ব্যাগ l আর তা থেকেই বেরিয়ে পড়ছে নানা বর্জ্য পদার্থ l মিশছে ড্রেনে, এমন কি উঠে এসেছে রাস্তায় l পুরুলিয়া সদর হাসপাতালের ঠিক পিছনেই ভ্যাট থাকলেও তা সঠিক ভাবে ব্যবহার না করার জন্যই আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যত্রতত্র l আর তা থেকেই সংক্ৰমণ ছড়ানোর আশঙ্কা রয়েই গিয়েছে l দেখলেই বোঝা যায়, হাসপাতালে দীর্ঘদিন জমা রয়েছে বর্জ্য পদার্থ l ব্যাগ থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে পড়ছে যত্রতত্র l
এমন দুরবস্থার কথা মেনে নিয়েছেন পুরুলিয়া সদর হাসপাতালের সুপার সুকমল বিষয়ী l জেলার একমাত্র সরকারি সদর হাসপাতাল, যেখানে হাজারে হাজারে মানুষ আসেন চিকিৎসার জন্য l সেখানেই এমন অবহেলার কারণে দূষণ ছড়াচ্ছে l এরই মধ্যে পুরুলিয়া সদর হাসপাতালের একদিকে গড়ে উঠেছে স্টেজ ১, স্টেজ ২, কোভিড বিভাগ l তবে এই অবস্থার কথা স্বাস্থ্য দফতরের জানা থাকলেও কার্যত লাভের লাভ কিছুই হয়নি l এরই ফলে আতঙ্কে রয়েছেন পুরুলিয়া সদর হাসপাতালে আসা রোগী বা রোগীর আত্মীয়রা l এমন সমস্যার কথাও মেনে নিয়েছেন হাসপাতালের সুপার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Medical Waste, Purulia