#নবদ্বীপ: রাস্তার ধারে যত্রতত্র মাংসের দোকান। প্রকাশ্যে পশু হত্যা। দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে আসা ভক্তদের অস্বস্তির কথা মাথায় রেখে এবছরও, শহরবাসীর কাছে তিনদিন নিরামিষ খাওয়ার আবেদন জানিয়েছে নবদ্বীপ পুরসভা। মিলছে সাড়াও।
শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। মঠ-মন্দিরের শহর নদিয়ার নবদ্বীপে সারা বছরই লেগে থাকে ভক্তদের সমাগম। বিদেশ থেকেও দলে দলে আসেন ভক্তরা। দোল পূর্ণিমা উপলক্ষে যে সংখ্যাটা কয়েকগুন বেড়ে যায়। তবে ট্রেন বা লঞ্চ থেকে নেমে যে রাস্তা ধরে মন্দিরের দিকে যেতে হয়, সেই রাস্তার দু’পাশেই রয়েছে প্রচুর মাংসের দোকান। কোথাও কোথায় চলে প্রকাশ্যেই চলে পশুহত্যা। যা ভক্তদের কাছে বেশ অস্বস্তিকর। তাই গত বছরই দোলের তিন দিন শহরবাসীর কাছে নিরামিষ খাওয়ার আবেদন জানায় নবদ্বীপ পুরসভা। ভাল সাড়া পেয়ে এবছও একই পথে হেটেছে তারা।
পুরসভার এই সিদ্ধান্তকে পুুরোপুরি সমর্থন করেছেন ভক্ত ও স্থানীয় ব্যবসায়ীরা। যত দিন যাচ্ছে ভক্তদের সংখ্যা বাড়ছে মন্দির শহরে। সেখানে নবদ্বীপ পুরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই নজির গড়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dol Purnima, Holi Celebration, Nabadwip