corona virus btn
corona virus btn
Loading

‘চিনের জিনিস আর ব্যবহার করিস না...’ বন্ধুদের শেষ মেসেজ শহিদ জওয়ান রাজেশের

‘চিনের জিনিস আর ব্যবহার করিস না...’ বন্ধুদের শেষ মেসেজ শহিদ জওয়ান রাজেশের
Rajesh Orao

বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ৷ নাম ‘২০১২-র হাইয়ার সেকেন্ডারি ব্যাচ’ ৷

  • Share this:

#বীরভূম: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় শহিদ বীরভূমের রাজেশ ওরাং ৷ খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তাঁর বন্ধুরা ৷ ছোটবেলা থেকেই খেলাধূলা, আড্ডা, পড়াশোনা সবই তাঁরা একসঙ্গে করেছেন ৷

ভারতীয় সেনায় যোগ দেওয়া রাজেশের স্বপ্ন ছিল ৷ সেই কাজে সফল তিনি ৷ বন্ধুদেরও উৎসাহ দিতেন নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য | বন্ধুদের সঙ্গে কথোপকথনের জন্য ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ৷ নাম ‘২০১২-র হাইয়ার সেকেন্ডারি ব্যাচ’ ৷

মূলত এই গ্রুপটা-কে জাগিয়ে রাখতেন রাজেশই | যখন সবাই রাতে ঘুমিয়ে পড়তেন, তখন রাজেশ মেসেজ করতেন গ্রুপে আর বন্ধুরা তাঁর মেসেজ দেখতে পেতেন সকালে ঘুম থেকে উঠে ৷ মাঝে একবার চিনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট খুলেছিলেন ৷ কিন্তু ভারত-চিন সীমান্তে থাকাকালীন এবং চিনের এই ভাবমূর্তি দেখে নিজের ফোনে টিকটক আনইনস্টল করে দেন রাজেশ ৷ নিজে আনইনস্টল করার পাশাপাশি বন্ধুদেরও ওই অ্যাপ আনইনস্টল করার কথা বলেছিলেন তিনি ৷ ভারত-চিন সীমান্তে যখন পরিস্থিতি খারাপের দিকে তখন থেকেই বন্ধুদের চিনের জিনিস ব্যবহার করতে না করেছিলেন রাজেশ ৷

সুপ্রতিম দাস

Published by: Siddhartha Sarkar
First published: June 19, 2020, 2:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर