প্রেমিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। গ্রেফতার। জেল। তারপর মধুরেণ সমাপয়েৎ! মেদিনীপুর জেলা আদালতের নজিরবিহীন নির্দেশে তেমনটাই ঘটল পশ্চিম মেদিনীপুরে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছিলেন তরুণী। যুবককে গ্রেফতারও করেছিল পুলিশ। প্রায় দেড় মাস জেল খাটার পর, শনিবার (১৮ জুন) মেদিনীপুর জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জাজ ইয়াসমিন আহমেদ ওই যুবককে এক 'নজিরবিহীন শাস্তি' দেন৷ শাস্তি হল- নিজের প্রেমিকা অর্থাৎ যাঁর সঙ্গে সহবাস করেছিলেন, তাঁকেই বিয়ে করতে হবে। অনুশোচনায় বিদ্ধ যুবক এই শাস্তি অবশ্য মাথা পেতে নেন। আর তাতেই, সোমবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ঘটল এক 'মধুরেণ সমাপয়েৎ।'
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বিরোধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আদালতের শাস্তি মাথা পেতে নিয়ে খড়্গপুর শহরের ঝুলি'র বাসিন্দা রাজা জয়সওয়াল নামে ওই যুবক বিয়ে করলেন তাঁর বিরুদ্ধে অভিযোগকারিণী ওই তরুণী-কে। তরুণী খড়্গপুর শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা। তাঁর অভিযোগের ভিত্তিতেই গত ৭ মে রাজাকে গ্রেফতার করেছিল খড়্গপুর টাউন থানা। তারপর প্রথমে পুলিশ হেফাজত ও পরে জেল হেফাজতে ছিলেন রাজা। আদালতে চলছিল মামলা। শনিবার সেই মামলাতেই বিচারক রাজা-কে এই নির্দেশ দেন।
আজ, সোমবার মেদিনীপুর শহরের কেন্দ্রীয় সংশোধনাগার মেদিনীপুর সেন্ট্রাল জেলে দু'জনের বিবাহ সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সকলেই বলছেন, বিচারকের অভিনব এই রায় সমাজে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল নিঃসন্দেহে৷
Shankar Raiনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।