corona virus btn
corona virus btn
Loading

বিয়ে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে বরযাত্রীদের গাড়ি, মৃত ৪

বিয়ে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে বরযাত্রীদের গাড়ি, মৃত ৪
নিজস্ব চিত্র

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৪ বরযাত্রীর। গুরুতর আহত নব দম্পতি-সহ ৬ জন।

  • Share this:

#রামপুরহাট: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৪ বরযাত্রীর। গুরুতর আহত নব দম্পতি-সহ ৬ জন। বীরভূমের রামপুরহাটের মুনসুবার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে।

বিয়ের পর মল্লারপুর থেকে মাড়গ্রামের বালসা গ্রামে ফেরার পথে বরযাত্রীর গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় উল্টে যায় গাড়িটি। সেখান থেকে জখমদের উদ্ধার করার পর গাড়িতে আচমকাই আগুন লেগে যায়।

নব দম্পতিসহ ছজনকে প্রথমে রামপুরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বর পিন্টু লেট- সহ তিনজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

First published: January 23, 2018, 11:09 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर