হোম /খবর /মুর্শিদাবাদ /
তৃণমূল-বিজেপি ছেড়ে ফিরে আসার হিড়িক, অধীর গড়ে অক্সিজেন পেল কংগ্রেস

Murshidabad News: তৃণমূল-বিজেপি ছেড়ে ফিরে আসার হিড়িক, অধীর গড়ে অক্সিজেন পেল কংগ্রেস

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগদান৷

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগদান৷

আগে কংগ্রেস থেকে বিজেপি ও তৃণমূলে যোগদানকারী একাধিক কর্মী এ দিন ফের কংগ্রেসে যোগদান করেন।

  • Local18
  • Last Updated :
  • Share this:

বহরমপুর: প্রায় শতাধিক তৃণমূল ও বিজেপি কর্মীর যোগদানে পঞ্চায়েত ভোটের আগে অক্সিজেন পেল কংগ্রেস শিবির। সোমবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই যোগদান সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে শতাধিক তৃণমূল ও বিজেপি কর্মীরা কংগ্রেসে যোগদান করে। আর দুর্নীতি বরদাস্ত নয়, সেই কারণেই কংগ্রেসে যোগদান বলে জানান যোগদানকরীরা।

সোমবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে পশ্চিম ব্লক কংগ্রেসের রাধারঘাট ১ ও শাহাজাদপুর থেকে শতাধিক তৃণমূল ও বিজেপি কর্মীরা কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী। এই যোগদানে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে শূন্যে পরিণত করে কংগ্রেস এগিয়ে যাবে বলে দাবি দলের নেতাদের।

আগে কংগ্রেস থেকে বিজেপি ও তৃণমূলে যোগদানকারী একাধিক কর্মী এ দিন ফের কংগ্রেসে যোগদান করেন। আর দুর্নীতি বরদাস্ত নয়, সেই কারণেই কংগ্রেসে যোগদান বলে জানান যোগদানকরীরা। বহরমপুর পশ্চিম ব্লক কংগ্রেসের সভাপতি নাজমূল আলম রুবেল বলেন, ‘পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেসে যোগদান অব্যাহত থাকবে। আগামী দিনে তৃণমূল ও বিজেপি থেকে আরও হাজার হাজার কর্মী কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের হাত শক্ত করবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে জেলায় শূন্যে পরিণত করে কংগ্রেস ব্যাপক ভোটে জয়লাভ করবে।’

যোগদানকারী গীতা রায় বলেন, ‘এর আগে অনিচ্ছা সত্ত্বেও একপ্রকার জোরপূর্বক আমি তৃণমূলে যোগদান করেছিলাম। কিন্তু তৃণমূলের দুর্নীতি আমি আর মেনে নিতে পারছি না। তাই স্বচ্ছ রাজনীতি করে সাধারণ মানুষের উন্নয়ন করার লক্ষ্যে আমি ফের কংগ্রেসে যোগদান করলাম।’

যোগদানকারী হীরালাল শেখ বলেন, ‘সমস্ত প্রকল্পে কাটমানি আর দুর্নীতি। তাই দুর্নীতি আর নয়। সেই কারণে দুর্নীতি মুক্ত দলের সমর্থনে আমি কংগ্রেসে যোগদান করেছি। আর আগামী পঞ্চায়েতে এই অঞ্চলের সবকটি আসন কংগ্রেসই পাবে।’

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Adhir Ranjan Chowdhury, Congress