কুলতলি: এখনও গ্রীষ্মকাল আসেনি। রয়েছে শীতের আমেজ। আর এখন থেকেই পানীয় জলের সংকট সুন্দরবনের কুলতলির বিস্তীর্ণ এলাকার একাধিক স্কুলগুলিতে। কয়েকদিন পরেই শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষার আগে পানীয় জলের সংকটের যুজছে সুন্দরবনের একাধিক স্কুল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পানীয় জলের সংকট মেটাতে উদ্যোগী হয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল এই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৫০০ জন। এই স্কুলের নলকূপ রয়েছে আটটি সাবমার্সাল। রয়েছে পাঁচটি হ্যান্ড পাম রয়েছে তিনটি। কিন্তু এত পানীয় জলের উৎস থাকলেও এখন একটি নলকূপ ছাড়া আর পানীয় জলের বাকি সব উৎস বিকল হয়ে পড়েছে। এর মধ্যেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে স্কুলগুলিতে শুরু হয়েছে জল কষ্ট। এই বিষয় কুলতলি জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সৈকত সাউ জানান,"সুন্দরবনের প্রান্তিক এলাকার এই স্কুলে গরমের শুরুতেই জল কষ্টের মধ্যে পড়েছে ছাত্রছাত্রীরা। স্কুলে যে সকল পানীয় জলের উৎসগুলি রয়েছে সে সকল পানীয় জলের উৎস কোনটা বিকাল হয়ে গিয়েছে বা কোনটা থেকে জল উঠছে না।" সংকটে পড়তে হয়েছে শিক্ষকদেরও। স্কুলের কল থেকে এক ঘন্টার বেশি পানীয় জল পাওয়া যায় না। জল কষ্ট থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন শিক্ষক ও পড়ুয়ারা।
একই রকম ছবি কুলতলি পাঁচুয়া খালি হাই স্কুলে। এই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৫০০ জন। পানীয় জলের জন্য তিনটি গভীর নলকূপ রয়েছে তার মধ্যে দুটি বিকল। একটি মাত্র পানীয় জলের গভীর নলকূপ থাকলেও সেই পানীয় জলের গভীর নলকূপ থেকে প্রয়োজন মতন গ্রীষ্মকালে জল ওঠে না। এমনই দাবি করেছেন, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি বলেন,"গ্রীষ্মকালে পানীয় জলের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু স্কুলের যে সকল গভীর নলকূপ গুলি রয়েছে তা বিকল হয়ে গিয়েছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছে। খুব দ্রুতই জল কষ্টের সমস্যার হাত থেকে মুক্তি পাবে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা।"
আরও পড়ুনঃ South 24 Paragans News: প্রেমিকের নতুন গার্লফ্রেন্ড! ক্লাস ইলেভেনের মেয়ে তা জেনে যা কাণ্ড ঘটাল
কুলতলি ব্লকের জোড়া রমানাথ হাই স্কুল। এই স্কুলেও একই রকম সমস্যা। স্কুলের এক ছাত্রী বলেন, গ্রীষ্মকালে প্রচন্ড সমস্যা হয় পানীয় জলের। প্রায় সময় স্কুলের যে সকল পানীয় জলের কলগুলি রয়েছে সেগুলি বিকল হয়ে যায়। ফলে সমস্যায় পড়তে হয় স্কুলের বহু ছাত্র-ছাত্রীদের। বহুবার স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে আমরা অভিযোগ জানাই যে স্কুলের পানীয় জলের যে সকল কলগুলি রয়েছে সেই কলগুলি থেকে জল পরছে না। বাধ্য হয়েই পানীয় জল আনতে আমাদের স্কুলের বাইরে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। গ্রীষ্মকালে সুন্দরবনের প্রান্তিক এলাকার ছাত্র-ছাত্রীদের এই জল কষ্টের কথা জানার পর বারুইপুর মহকুমারের প্রশাসক সুমন পোদ্দার জানান, গ্রীষ্মকালের সুন্দরবনের প্রান্তিক এলাকার বিভিন্ন স্কুলগুলি থেকে এমনই জল কষ্টের সমস্যা হয়। আমরা দ্রুত এই সমস্যা সমাধান করব।
Suman Saha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drinking Water, Madhyamik Exam 2023, South 24 Parganas, South 24 Parganas news