Lok Sabha Election Voting: EVM বিকল, একাধিক বুথে সময়ে শুরুই হল না ভোট

সিউড়ির দুর্গাপুরে ২৮৫/১০৪ বুথে ইভিএম বিকলের জেরে দীর্ঘ ক্ষণ ভোটগ্রহণ শুরুই হয়নি৷ সিউড়িতেই কালীগতি স্কুলে ৫৭ নম্বর বুথে একই ভাবে ইভিএম বিভ্রাটের জেরে শুরু হয়নি ভোটগ্রহণ৷

Bangla Editor | News18 Bangla
Updated:Apr 29, 2019 09:23 AM IST
Lok Sabha Election Voting: EVM বিকল, একাধিক বুথে সময়ে শুরুই হল না ভোট
ছবিটি সংগৃহীত
Bangla Editor | News18 Bangla
Updated:Apr 29, 2019 09:23 AM IST

#বর্ধমান, বীরভূম: সকাল থেকে বর্ধমান, বীরভূমের একাধিক বুথে ইভিএম বিকল হওয়ায় ভোটগ্রহণ শুরু হল অনেকটাই দেরিতে৷ ভোটারদের লম্বা লাইন চোখে পড়লেও, ইভিএম বিকলের জেরে ভোটগ্রহণ বন্ধ৷ বর্ধমান থেকে বীরভূম, সর্বত্রই একাধিক বুথে ইভিএম বিকলের খবর পাওয়া গেল৷

সিউড়ির দুর্গাপুরে ২৮৫/১০৪ বুথে ইভিএম বিকলের জেরে দীর্ঘ ক্ষণ ভোটগ্রহণ শুরুই হয়নি৷ সিউড়িতেই কালীগতি স্কুলে ৫৭ নম্বর বুথে একই ভাবে ইভিএম বিভ্রাটের জেরে শুরু হয়নি ভোটগ্রহণ৷

আসানসোলেও ইভিএম বিকলের জেরে একটি বুথে ভোটগ্রহণ বন্ধ চিল৷ আসানসোলের ২৮১/৬৭ নং বুথে ইভিএম বিভ্রাটের জেরে অনেক বেলা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি৷ একই সমস্যা বর্ধমানের কেতুগ্রামেও৷ কেতুগ্রামের ৯২ ও ৯৩ নং বুথে ইভিএম বিকল হওয়ায় এখনও শুরুই হয়নি ভোটগ্রহণ৷

First published: 09:17:41 AM Apr 29, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर