#দিঘা: মাঝ সমুদ্রে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান৷ প্রাণ বাজি রেখে মাঝ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এক ডুবন্ত পর্যটককে উদ্ধার করলো নুলিয়ারা! স্নানে নেমে সমুদ্রে তলিয়ে যাওয়া ওই পর্যটককে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে মন্দারমনি থানার পুলিশ৷
রবিবার বিকেলে তাজপুরে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যাওয়া যায় ওই পর্যটক। অন্য পর্যটকদের চিৎকার চেঁচামেচি শুনে স্পিড বোটে চেপে ওই পর্যটককে উদ্ধারের কাজে সমুদ্রে পাড়ি দেয় নুলিয়া এবং পুলিশ কর্মীরা। তাজপুর থেকে ভাসতে ভাসতে ডুবে যাওয়া পর্যটক মান্দারমনির কাছাকাছি চলে আসে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ওই পর্যটককে উদ্ধার করে স্পিড বোটে তুলে নিয়ে মান্দারমনির সি বিচে আনা হয়।
আরও পড়ুন - Durga Puja 2022: থিম মহামায়া, এবার পুজোই চমক আনছে নেতাজি জাতীয় সেবা দলতাজপুরে ডুবে যাওয়া পর্যটকের নাম বিপিন ওঁরাও। বয়স ২৬, বাড়ি হুগলি। দল বেঁধে তাজপুর বেড়াতে এসে সমুদ্র স্নানে নেমেই দলছুট হয়েই সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যায় সে। নুলিয়া , পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের প্রাণ বাজি রেখে অভিযানেই শেষমেশ মন্দারমনি থেকে উদ্ধার হয়েছে।
Sujit Bhowmikনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Mandarmani, Sea Beach