#সিউড়ি: ডাকাতিতে বাধা পেয়ে বৃদ্ধকে কুপিয়ে খুন। গুরুতর জখম তাঁর মেয়েও। সিউড়ির পুরন্দরপুরে নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য। যদিও দুষ্কৃতীরা এখনও অধরা।
পুরন্দরপুরের দমদমা গ্রামের এই বাড়িতেই মেয়ে ঝরনার সঙ্গে থাকতেন নির্মল সাধু। মঙ্গলবার মাঝরাতে বাড়িতে ঢোকে চার দুষ্কৃতী। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেই বিদ্যুতের মেনসুইচ বন্ধ করে দেয়। ঘরে ছড়িয়ে দেওয়া হয় ক্লোরোফম।
এরপর ঝরণা বণিকের সোনার দুল ও চেন ছিনতাইয়ের চেষ্টা চালায়। বাধা দেন বাবা-মেয়ে। তখনই সত্তর বছরের নির্মল সাধুর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। চিৎকার চেচামেচি শুরু হতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
প্রতিবেশীরাই বাবা-মেয়েকে সিউড়ি জেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে মৃত্যু হয় নির্মল সাধুর। শুধুই ছিনতাইয়ে উদ্দেশ্যে দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়েছিল, না কি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Man Murder Brutally, Murder, Robbery