#বর্ধমান: জলে পড়ে যাওয়া মেয়েকে বাচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার বড়কাশিয়াড়ায়।মৃতের নাম চন্ডী টুডু(৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটি মেয়েকে বিদ্যুৎপৃষ্ঠ হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান ৷ মেয়েটিকে বাঁচিয়ে উঠলেও নিজে বিদ্যুতের কবলে চলে আসেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্ডী টুডু।
এরপর বিদ্যুৎ দফতের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।