#আনিসুদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: সম্পর্কের টানাপোড়েনের জেরে স্ত্রীর প্রাক্তন স্বামীর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বর্তমান স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার পারুলিয়া কোস্টাল থানার ঝাউতলা এলাকার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিযেছে, সরিষা এলাকার বাসিন্দা এক যুবকের স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক বছর আগে এলাকারই অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেন। এর পর থেকেই ওই মহিলার দু' পক্ষের স্বামীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি ওই দুই যুবকের মধ্যে বচসাও হয়৷ এমন কি, ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়েরও করে।
গৃহবধূর প্রথম স্বামীর পরিবারের লোকজনের অভিযোগ, রবিবার গভীর রাতে বাড়ির পাশে দাঁড় করানো ছিল একটি টাটা সুমো গাড়ি। সেই সময় ওই গৃহবধূর দ্বিতীয় স্বামী ওই গাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
নিমেষের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি। খবর দেওয়া হয় দমকলকে। দমকল পৌঁছতে পৌঁছতে পুরো গাড়িটিই আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরে দমকলের ১ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পারুলিয়া কোস্টাল থানায়ে অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।