Home /News /south-bengal /
Purulia: সিঁদুর পরিয়ে উধাও প্রেমিক, বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিকা!

Purulia: সিঁদুর পরিয়ে উধাও প্রেমিক, বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিকা!

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

জানা গিয়েছে, দড়োডি গ্রামের বাসিন্দা নীলকমল গোপের সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্ক ছিল গ্রামেরই বাসিন্দা এক তরুণীর৷

 • Share this:

  #পুরুলিয়া: দীর্ঘ দিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল দু' জনের৷ কিন্তু আচমকাই সেই প্রেমিকাকেই বিপাকে ফেলে দিলেন প্রেমিক৷ প্রেমিকার মাথায় সিঁদুর পরিয়ে উধাও হয়ে গেলেন প্রেমিক৷ যার জেরে প্রেমিকের বাড়ির সামনেই ধর্নায় বসলেন প্রেমিকা৷

  এমনই ঘটনা ঘটল পুরুলিয়ার কেন্দা থানা এলাকার দড়োডি গ্রামে৷ প্রেমিকের বাড়ির লোকজন তাঁকে মারধরও করেছেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী৷

  আরও পড়ুন: একই পাড়ায় বড় হওয়া, প্রেম! প্রেমিকার প্রত্যাখ্যানেই চরম পথ নিল সুশান্ত?

  জানা গিয়েছে, দড়োডি গ্রামের বাসিন্দা নীলকমল গোপের সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্ক ছিল গ্রামেরই বাসিন্দা এক তরুণীর৷ অভিযোগ, সোমবার রাতে আচমকাই গ্রামের মধ্যে তরুণীর মাথায় সিঁদুর পরিয়ে দেন নীলকমল৷ এর পরই গ্রাম থেকে উধাও হয়ে যান তিনি৷

  আরও পড়ুন: প্রেমিকা কি মারা গিয়েছে? ধরা পড়েই পুলিশকে প্রশ্ন বহরমপুর কাণ্ডে ধৃত সুশান্তর

  এই ঘটনার পরই নীলকমলের বাড়িতে গিয়ে হাজির হন ওই তরুণী৷ কিন্তু তাঁকে বাড়িতে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় নীলকমলের পরিবারের সদস্যরা৷ এমন কি, তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ তরুণীর৷ সোমবার রাতে এই ঘটনার পর থেকেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি৷

  তরুণীর দাদা অভিযুক্ত নীলকমল গোপের বিরুদ্ধে কেন্দা থানায় লিখিত অভিযোগও দায়ের করে৷ যদিও এ বিষয়ে অভিযুক্ত যুবকের পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ দু' পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করছে পুলিশ৷ পাশাপাশি পলাতক নীলকমলেরও খোঁজ চলছে৷

  Indrajit Mondal
  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Marriage, Purulia

  পরবর্তী খবর