#কল্যাণী: এটিএম ব্লক হয়ে গিয়েছে৷ ফোন পেয়েই ঘাবড়ে যান বছর ৫৪-র দিলীপ ঘোষ৷ ফোনের ওপারে ব্যক্তি নিজেকে ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দেন৷ ভয়ে এটিএম কার্ডের নম্বর বলে দিতেই ৫০ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিল প্রতারকরা৷ ঘটনাটি ঘটেছে নদিয়ায় কল্যাণী থানার গয়েশপুর নতুন ঘোষপাড়ায়৷
সোমবার বিকেল সাড়ে ৪টের সময দিলীপ ঘোষের ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে৷ ফোনের ওপারের ব্যক্তি নিজেকে ব্যাঙ্ক কর্মী বলে পরিচয় দেয়৷ দিলীপ ঘোষকে সে ভয় দেখায়, এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে৷ কার্ডের নম্বর দিলেই খুলে দেওয়া হবে৷ কিছু না বুঝে ভয় পেয়ে কার্ডের নম্বর বলে দেন দিলীপ৷ ষোল সংখ্যার নম্বরটি বলে দেওয়ার পরেই ওই ব্যক্তি জানায়, খানিক ক্ষণের মধ্যেই খুলে দেওয়া হবে দিলীপ ঘোষের কার্ড৷
কয়েক মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় ৪৯ হাজার ৯৯৯ টাকা তুলে নেয় প্রতারকরা৷ ব্যাঙ্কে গিয়ে দিলীপ গোটা বিষয়টি জানান৷ কার্ডটি ব্লক করা হয়৷ কল্যাণী থানায় অভিযোগও দায়ের করেন৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷
আরও ভিডিও: এটিএম প্রতারণা চক্রের ফাঁসে তদন্ত শুরু কলকাতা পুলিশের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATM Fraud, Bank Fraud