হোম /খবর /দক্ষিণবঙ্গ /
হাজত থেকে বেরিয়েই প্রতিশোধ! স্ত্রীর গলার নলি কাটল স্বামী! ঘটনা এই বাংলারই

হাজত থেকে বেরিয়েই প্রতিশোধ! স্ত্রীর গলার নলি কাটল স্বামী! মুর্শিদাবাদে হাড় হিম করা ঘটনা

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অভিযুক্ত আমবুর সেখ পলাতক, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা।

  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম আর পাঁচটা গ্রামীন এলাকার মতোই নিরিবিলি। কিন্তু এই এলাকার মার গ্রাম এখন সংবাদ শিরোনামে, নেপথ্যে এক ভয়াবহ খুন। নিজের স্ত্রীকে গলার নলি কেটে খুন করল এক স্বামী, ঘটনার অভিঘাতে স্তম্ভিত এলাকাবাসী।

এলাকাবাসীরা জানাচ্ছে, ১৩ বছর আগে খরগ্রাম থানার মারগ্রামের আজিজা বিবির সাথে বিয়ে হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মহরুণ গ্রামের বাসিন্দা আমবুর  সেখের। কিন্তু সাংসারিক অশান্তির কারণে বিগত চার বছর আগে থেকেই  আজিজা বিবি তাঁর বাপের বাড়িতে থাকত। এই নিয়ে অশান্তি হয়েছে বহুবার।

মঙ্গলবার সকালে আমবুর সেখ আজিজা বিবির বাড়ি একটি ধারালো অস্ত্র নিয়ে আসে। আজিজা বিবিকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করলে আজিজা বিবি যেতে রাজি হন না। উল্টে খরগাম থানা জানানো হলে খরগ্রাম থানার পুলিশ আমবুর সেখকে আটক করে নিয়ে যায়। তবে মঙ্গলবার বিকেলে তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার গভীর রাতে আজিজা বিবি ঘুমন্ত অবস্থায় আমবুর সেখ কাকে গলা কেটে খুন করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকেরা আজিজা বিবিকে মৃত বলে ঘোষণা করে। খরগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত আমবুর সেখ পলাতক এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা।

Published by:Arka Deb
First published:

Tags: Murder, Murshidabad