Home /News /south-bengal /
অবৈধ সম্পর্কের গলায় গামছা দিয়ে আত্মঘাতী যুবক

অবৈধ সম্পর্কের গলায় গামছা দিয়ে আত্মঘাতী যুবক

photo: Representational Image

photo: Representational Image

দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে পরিবারে ঝামেলা লেগেই থাকতো।

  • Share this:

    #ক্যানিং: জড়িয়ে পড়েছিলেন অবৈধ সম্পর্কে৷ তার জেরেই গলায় গামছা দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার হেড়ভাঙ্গার গোলাবাড়ি অঞ্চলে৷ মৃত ব্যক্তির নাম শুকদেব সরদার বলে জানা গিয়েছে৷ সাত নম্বর হালদার পাড়ার বাসিন্দা ছিলেন তিনি৷ বুধবার রাতে নিজের ঘরে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হন ৪৫ বছরের সুকদেব। পরিবার তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে পরিবারে ঝামেলা লেগেই থাকতো। বুধবার সেই ঝামেলা চরমে উঠলে ফাঁকা ঘরে গলায় গামছা দিয়ে ঝুলে পড়েন সুকদেব।

    First published:

    Tags: Canning, Extra Marital Affair, Suicide

    পরবর্তী খবর