corona virus btn
corona virus btn
Loading

কুসংস্কারের অন্ধকার! ঝাড়ফুঁকে রোগ সারানোর চেষ্টা, জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু

কুসংস্কারের অন্ধকার! ঝাড়ফুঁকে রোগ সারানোর চেষ্টা, জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু

একটানা ১০ দিন জ্বরে আক্রান্ত ছিলেন দেগঙ্গার অনুপ সর্দার।

  • Share this:

#দেগঙ্গা: স্বাধীনতার ৭০ বছর পরেও কুসংস্কারের অন্ধকার। ঝাড়ফুঁকে রোগ সারানোর চেষ্টা। শেষমেশ প্রাণ গেল জ্বরে আক্রান্তের।

একটানা ১০ দিন জ্বরে আক্রান্ত ছিলেন দেগঙ্গার অনুপ সর্দার। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় হাসপাতাল থেকে কলকাতার আরজিকরে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে না গিয়ে বাড়িতে ওঝা ডেকে ঝাড়ফুঁক করানো হয়।

খবর সম্প্রচার করে নিউজ18 বাংলা। খবর দেখে বৃহস্পতিবারই দেগঙ্গার বিডিও অনুপের বাড়িতে যান। বারবার বোঝানো সত্ত্বেও অবস্থানে অনড় থাকে অনুপের পরিবার। অবশেষে শুক্রবার সকালে মৃত্যু হয় অনুপ সর্দারের।

First published: August 16, 2019, 1:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर