Home /News /south-bengal /
Purulia News: খেয়েই মৃত্যু একজনের? পুরুলিয়ার এই বিষাক্ত ফল নিয়ে ছড়াচ্ছে প্রবল আতঙ্ক!

Purulia News: খেয়েই মৃত্যু একজনের? পুরুলিয়ার এই বিষাক্ত ফল নিয়ে ছড়াচ্ছে প্রবল আতঙ্ক!

এই ফল ঘিরেই আতঙ্ক

এই ফল ঘিরেই আতঙ্ক

Purulia News: মৃতের পরিবারের দাবি, মাটির নিচের বিষাক্ত ফল খেয়েই মৃত্যু হয়েছে শবর জনজাতির ওই ব্যক্তির।

  • Share this:

#পুরুলিয়া: জঙ্গলের অজানা ফল খেয়ে এক শবরের মৃত্যু হল পুরুলিয়ায়। অসুস্থ আরও চার। ঘটনার পরই তদন্তে গ্রামে স্থানীয় বিডিও, পুলিশ ও মেডিক্যাল টিম। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকার নির্ভয়পুর গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম জলধর শবর(৬২)। অসুস্থ আরও চারজন চিকিৎসাধীন বাঁকুড়া মেডিক্যাল কলেজে। জঙ্গলের ফল খেয়ে বিষক্রিয়া কিনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: এ প্রতিবাদ গোটা দেশে হয়নি, পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধিতে যে দৃশ্য দেখল কলকাতা...

মৃত ব্যক্তির পরিবারের দাবি, মাটির নিচের বিষাক্ত ফল খেয়েই মৃত্যু হয়েছে শবর জনজাতির ওই ব্যক্তির। এই ঘটনায় গুরুতর অসুস্থ আরও চারজনকে বাঁকুড়াতে স্থানান্তরিত করা হয়েছে। পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের নির্ভয়পুর গ্রামের একটি টোলার বাসিন্দা জলধর শবর বৃহস্পতিবার সকালে জঙ্গল থেকে আনা মাটির নিচের কোন একটি ফল সিদ্ধ করে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ বোধ করেন। এর পরেই ওই পরিবারের মোট পাঁচ জনের বমি শুরু হয়।

আরও পড়ুন: বড় খবর! ২০২২-এ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক কবে? জানা গেল সূচি ঘোষণার দিন...

গ্রাম থেকে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ওই পরিবারের প্রধান 62 বছর বয়সী জলধর শবরের। পরিবারের লোকজন জানান যে, ওই বিষাক্ত ফল খাওয়ার পরে অসুস্থ হয়ে মারা যান জলধর বাবু। তবে পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকেরা এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়ছেন রূপধনী শবর,  নন্দ শবর, লিলু শবর, দেড় বছর বয়সি নয়ন শবর। বিষাক্ত ফল খেয়ে মৃত্যু বলে পরিবারের লোকজনের দাবি থাকলেও ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

---ইন্দ্রজিৎ মণ্ডল

Published by:Suman Biswas
First published:

Tags: Fruits, Purulia