• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • সাপের কামড়ে অভিনেতার মৃত্যু, ঝাড়ফুঁক ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় গ্রেফতার ওঝা

সাপের কামড়ে অভিনেতার মৃত্যু, ঝাড়ফুঁক ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় গ্রেফতার ওঝা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

পোষা সাপ। বিষদাঁত ভাঙা। মোটা টাকার জন্য মিথ্যা আশ্বাস দিয়েছিল সাপুড়ে। আর যাত্রা দলকে দিয়েছিল বিষধর গোখরো ও কেউটে।

 • Share this:

  #হাসনাবাদ: পোষা সাপ। বিষদাঁত ভাঙা। মোটা টাকার জন্য মিথ্যা আশ্বাস দিয়েছিল সাপুড়ে। আর যাত্রা দলকে দিয়েছিল বিষধর গোখরো ও কেউটে। অভিনেতা কালীদাসী মণ্ডলকে সাপে কামড়ালে ঝাড়ফুঁকও চালায় ওঝা দয়াল বিশ্বাস। ফলে, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কালীদাসীকে। হাসনাবাদের বরুণহাটের ঘটনায় পুলিশ দয়ালকে গ্রেফতার করেছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

  প্রতিবারই মনসা পুজো উপলক্ষে মনসামঙ্গল যাত্রাপালা হয় হাসনাবাদের বরুণহাটের মনোরঞ্জন দাসের বাড়িতে। অন্যান্যবার নকল সাপ নিয়েই হতো অভিনয়। এবারের চমক ছিল জ্যান্ত সাপ। বরুণহাটের বাসিন্দা দয়াল বিশ্বাসের থেকে জোগাড় হয় দুটি সাপ।

  অভিনেতাদের সাপুড়ে দয়াল বিশ্বাস জানায়, দুটি সাপই পোষা। দুটিরই বিষদাঁত ভাঙা। দুটি সাপের জন্য ৪ হাজার টাকা দিতে হবে। কার্যক্ষেত্রে অবশ্য উল্টো ছবি দেখা যায়। সাপ হাতে মা মনসার ভূমিকায় অভিনয় করছিলেন কালীদাসী মণ্ডল। তাঁর হাতেই কামড় বসায় গোখরো।

  এতেও অবশ্য দমেনি ওঝা দয়াল বিশ্বাস।

  কালীদাসীকে মনসার মন্দিরে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক শুরু করে সে। চার ঘণ্টা ধরে চলে তার বুজরুকি।

  শেষপর্যন্ত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কালীদাসীকে। বৃহস্পতিবার রাতেই ওঝা দয়াল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে, - ঝাড়ফুঁক করে বুজরুকি দেওয়া - মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া - রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে সাপ দুটি অবশ্য বহাল তবিয়তেই। সজিনাখালি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে গোখরো ও কেউটেটিকে।

  First published: