#অর্পণ মণ্ডল, সোনারপুর: বিবাহ বিচ্ছিন্না এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল যুবকের৷ কিন্তু কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিলেন না ওই মহিলা৷ শেষ পর্যন্ত প্রেমিকাকে চাপে ফেলে রাজি করাতে তাঁর দশ বছরের ছেলেকেই অপহরণ করে বসল প্রেমিক!
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরে৷ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতারের পাশাপাশি ওই শিশুটিকেও উদ্ধার করা হয়েছে৷
আরও পড়ুন: সন্তান মোবাইল গেমে আসক্ত? খুব সাবধান, ডায়মন্ড হারবারের ঘটনা রাতের ঘুম কেড়ে নেবে
পুলিশ সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের পর নিজের বছর দশেকের ছেলেকে নিয়ে সোনারপুরেই থাকতেন ওই মহিলা৷ মাস ছয়েক আগে শেওড়াফুলির বাসিন্দা এক যুবক তাপস দের সঙ্গে মোবাইল ফোন মারফৎ পরিচয় হয় তাঁর। সেই থেকে দু' জনের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠতা বাড়ার পর ক্রমাগত বিয়ের জন্য তরণীকে চাপ দিতে থাকে ওই যুবক৷ কিন্তু বিয়েতে রাজি হচ্ছিলেন না প্রেমিকা৷
আরও পড়ুন: বিকট শব্দে কেঁপে উঠল পাঁশকুড়া, থানার গোডাউনে বিস্ফোরণ! মৃত সিভিক ভলেন্টিয়ার
অভিযোগ, কিছু দিন আগে থেকেই তরুণীকে নানা ভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে ওই যুবক৷ মঙ্গলবার দুপুরে আচমকাই ওই যুবতীর ছেলেকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে যায় তাপস৷ এর পরে ছেলেকে ফিরে পাওয়ার বিনিময়ে তাকে বিয়ে করার জন্য ফোনে ওই তরুণীকে চাপ দিতে শুরু করে ওই যুবক৷ এমন কি, শিশুটিকে প্রাণে মারারও হুমকি দেয় সে৷
ছেলেকে ফিরে পেতে সোনারপুর থানার দ্বারস্থ হন তরুণী৷ গোটা ঘটনা জেনেই অভিযুক্ত যুবক এবং শিশুটির খোঁজ শুরু করে পুলিশ৷ বুধবার শেওড়াফুলি থেকেই ওই যুবককে গ্রেফতার করা হয়৷ উদ্ধার করা হয়েছে শিশুটিকেও৷ প্রেমিকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তরুণী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Kidnap