#দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মাধম মাঠ এলাকায় এক ব্যক্তি লকডাউন উপেক্ষা করে সোমবার বাড়ি নির্মাণের কাজ করাচ্ছিলেন। কাজ করেছিলেন প্রায় ৩০ জন শ্রমিক । কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে সেই কাজ বন্ধ করে দেয় ও বাড়ি মালিক ও দু'জন শ্রমিককে গ্রেফতার করে । মঙ্গলবার ধৃত তিন জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । বাড়ির মালিক তপন লোহার স্বীকারও করেছেন, যে তিনি বাড়ি তৈরির কাজ করাচ্ছিলেন। ঢালাইয়ের জন্য বাড়িতে কিনে রাখা ছিল সিমেন্ট। লম্বা লকডাউন চললে সিমেন্ট নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ঢালাইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি । দুর্গাপুর মহকুমা আদালত সর্তসাপেক্ষে মুচলেখা লিখিয়ে জামিন মঞ্জুর করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown