#বাঁকুড়া: আলুর মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে বিজেপির সরকার ৷ আলু পেঁয়াজ থেকে আনাজ, সবজির আকাশছোঁয়া দামে নাজেহাল মানুষ ৷ মাত্রাছাড়া মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের অত্যাবশকীয় পণ্যের আইনে বদল আনার বিষয়টিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী ৷ বললেন, ‘আলুসেদ্ধ ভাতও খেতে পাবেন না, এমন ব্যবস্থা করেছে ৷ দিল্লির সরকার সব আলু নিয়ে চলে যাচ্ছে ৷’
এই শীতেও হাতে ছ্যাঁকা লাগাচ্ছে আলুর দামও ৷ অন্যান্য বছর এসময় রকমারি সবজি মেলার কারণে নিয়ন্ত্রণে থাকে দাম ৷ এদিন খাতড়ার সিধো-কানহো স্টেডিয়ামের মঞ্চ থেকেই এই মূল্যবৃ্দ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকেই দুষলেন মমতা ৷ তিনি বলেন, ‘কেন্দ্র আইন বদল করেছে ৷ আগে আলু, পেঁয়াজ, তেল অত্যাবশকীয় পণ্য আইন অনুযায়ী রাজ্যের হাতে ছিল৷ এখন দিল্লির সরকার সব আলু নিয়ে চলে যাচ্ছে ৷ দিল্লির সরকার আলুর সরকার ৷ ওদের জিজ্ঞেস করুন এত আলু নিয়ে কী করবে?কালোবাজারি, জোতদারদের জন্য আইন করেছে ৷ ওদের আলু চাই, পটল চাউ, পেঁয়াজ চাই ৷ ওদেরই সব চাই আর মানুষের জন্য কিছু নেই৷ ’
মুখ্যমন্ত্রীর মতে, ‘এর আগে আমাদের হাতে যখন দাম ছিল আমরা সস্তায় আলু দিতাম ৷ ব্যবস্থা না দিলে দু-তিন মাস বাদে দাম কোথায় পৌঁছবে ভেবে দেখেছেন ৷ এমন সময়ে কোনওদিন শাকসবজি আলুর এত দাম থাকে? কিছুতে হাত দেওয়া যাচ্ছে না ৷ এরপরে তো শুধু আলুসেদ্ধ দিয়েও ভাত খেতে পাবেন না ৷ এদের ভোট দেবেন না ৷’
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগামী জুন মাস অবধি বিনামূল্যে রেশন দেওয়া হবে। আমাদের সরকার থাকবে, আর আমরা আবার বিনামূল্যে রেশন পাওয়ার মেয়াদ বাড়িয়ে দেব। সরকার আমাদেরই থাকবে।’
বাঁকুড়ার সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক জেলা সফরকে কটাক্ষ করে মমতা বলেন, ‘দলিত বাড়িতে বসে ফাইভস্টার থেকে আনা খাবার খেলেন ৷ বিরসা মুন্ডা বলে মালা দিলেন অন্যের মূর্তিতে ৷’ রাজনীতির নামে মানুষের ভাবনা- অনুভূতি নিয়ে খেলছে বিজেপি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Price Hike