#ছাতনা: জেলায় একাধিক নতুন মুখ। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্বাচনে একের পর এক চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় অভিনেতা-অভিনেত্রীদের ভিড়। অর্থাত্, নতুন মুখের ছড়াছড়ি। এমন সিদ্ধান্তের ব্যখ্যা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, '২৯৪টি আসনে আমিই মুখ, আমিই প্রার্থী।' অর্থাত্, নতুন মুখের পিছনে মমতাই যেন আসল প্রার্থী। জঙ্গলমহলের পাশাপাশি দুটি জেলায় মোট ২১ টি আসনের মধ্যে ১২ টিতেই নতুন মুখ নিয়ে এসেছে শাসক দল। আর এই নতুন মুখ থিওরি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট-যুদ্ধের রণকৌশল।
নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আহত হয়ে ফিরেছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে চোট-আঘাত তাঁকে দমাতে পারেনি। 'আমি স্ট্রিটফাইটার'- বলে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভাঙা পা নিয়েই বাঁকুড়ায় ভোট প্রচারে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শালতোড়া, মেজিয়া ও ছাতনা, তিন জায়গাতে আজ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে বসেই সভা করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছে জেলা তৃণমূল নেতৃত্ব। প্রায় প্রতিটি সভামঞ্চে কাঠের র্যাম্প তৈরি হয়েছে। হেলিকপ্টারে ওঠানামার ক্ষেত্রেও থাকছে বিশেষ ব্যবস্থা। এমনকী ব্যবস্থা হয়েছে বিশেষ গাড়িরও। পায়ের চোট যাতে কোনোভাবেই প্রচারে অন্তরায় হয়ে না দাঁড়ায়, তাই সব বন্দোবস্ত করেছেন তৃণমূল নেত্রী।
২০১৪ লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। ২০১৬-য় অবশ্য বড়জোড়ায় তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী পরাজিত হন। বাঁকুড়া জেলার দলীয় কাজিয়া বরাবরই চিন্তায় ফেলেছে তৃণমূলকে। আর তাই এবার বাঁকুড়াতে নতুন প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বাঁকুড়ার আদিবাসী ভোট তৃণমূলের লক্ষ্য বটে। তবে ভোটের মুখে দলীয় কোন্দল সমলানোও বড় চ্যালেঞ্জ।
সোমবার পুরুলিয়ার বাগমুন্ডি ও বলরামপুরে দুটি সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মিশন বাঁকুড়া। শালতোড়া বিধানসভা এলাকার মেজিয়া হাইস্কুল মাঠে দুপুরে মমতার প্রথম সভা। তার পর যাবেন ছাতনা বিধানসভা এলাকার অনুকূল ঠাকুর আশ্রম মাঠে। তৃতীয় সভা করবেন রাইপুর বিধানসভার রাইপুর সাবু সঙ্ঘের মাঠে। তিনটি সভা থেকে বাঁকুড়ার ভোটার ও দলীয় কর্মীদের আজ কী বার্তা দেবেন মমতা! সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।