#কলকাতা: শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছেড়েছেন। এবার কি দলও ছাড়বেন তিনি? এই নিয়ে যখন তুমুল চর্চা, তৃণমূল চাইছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ হিসেবে তুলে ধরতে। সেক্ষেত্রে ভোটবাজারে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন আগামী ৭ ডিসেম্বর। প্রথম সভাস্থল হটস্পট মেদিনীপুর টাউন।
সূত্রের খবর,তৃণমূল নেত্রী আগামী ৪ ডিসেম্বর সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে কথা বলবেন। তারপর পথে নামা ৭ ডিসেম্বর। তৃণমূল বলছে, সমস্ত সিটে অল আউট লড়াইয়ে তাদের একমাত্র মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায় তা প্রমাণ হয়ে যাবে এই সভা থেকেই, এই সভায় জড়ো হবেন দুই মেদিনীপুরের সমর্থকরাই।
তৃণমূলের একটা অংশ বলছে শুভেন্দু দল ছাড়লে ভোটের মুখে সত্যিই ক্ষতিগ্রস্থ হবে দল। কিন্তু একাংশ আবার বলছে, শুভেন্দু নন, তৃণমূলের একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে যে যেখানে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়েই জিতেছে। মমতাদি যখন বলেছিলেন ২৯৪টি আসনে প্রার্থী তিনি, উনি সাহস করে বলেননি আমি প্রার্থী, আমার জন্যেই এই কেন্দ্র শক্তিশালী।"
তৃণমূলের একটা বড় অংশই চাইছে এই তত্ত্বকেই মান্যতা দিতে। অতীতের কথা মাথায় রেখে তাই রাস্তায় নেমেই পরীক্ষা দিতে চাইছেন মমতাও। শুরুটা করতে চাইছেন মেদিনীপুর থেকেই।
যদিও শুভেন্দুর বিষয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে না দল। এখনও দলের অনেকে আশাবাদী তার ব্যপারে। আজই সৌগত রায় বার্তা দিয়েছেন, শুভেন্দু অধিকারীর জন্য আলোচনার দরজা খোলা আছে। ওঁর বাবার (শিশির অধিকার) সঙ্গে কথাও হয়েছে। কিন্তু সেই কথাবার্তায় কি বরফ গলবে? পথ চেয়ে বসে থাকতে চায় না তৃণমূল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee