#ডেবরা: ডেবরা অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক শেষ হয়েছে৷ বৈঠক শেষে ফিরছিলেন মুখ্যমন্ত্রী৷ হঠাত্ রাস্তায় দেখলেন, ভ্যান রিকশার মধ্যে এক দম্পতি শুয়ে রয়েছেন৷ সঙ্গে সঙ্গে কনভয় দাঁড় করিয়ে ওই দম্পতির সঙ্গে দেখা করেন তিনি৷
প্রসেনজিত্ সেনা নামে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে চোখের সামনে দেখে তো অবাক৷ মমতাকে তিনি জানান, তাঁর দুই ছেলেরই মৃ্ত্যু হয়েছে৷ তিনি খুবই অসুস্থ৷ যে বাড়িতে থাকেন, প্রায় ভেঙে পড়ছে৷ তাই মাথা গোঁজার জায়গা নেই৷ ভ্যান রিকশাতেই রয়েছেন৷ তাঁকে একটি থাকার জায়গা দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রীকে৷
মমতা সব শুনে সঙ্গে সঙ্গে জেলাশাসক রেশমী কামালকে নির্দেশ দেন, বিষয়টি দেখার৷ পাশেই দাঁড়িয়েছিল এক ছাত্রী৷ সেও মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানায়, সে কন্যাশ্রী প্রকল্পের টাকা পায়নি৷ মমতা সেই বিষয়টিও দেখার আশ্বাস দেন৷ মমতার এ হেন জনসংযোগে মুগ্ধ স্থানীয়রা৷