#মধ্যমগ্রাম: অবিলম্বে সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Sunderban to become new district)৷ বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ কিছুটা ক্ষোভের সুরেই তিনি বলেন, অনেক দিন ধরেই সুন্দরবনকে পৃথকে জেলা হিসেবে ঘোষণা করার কথা ভাবা হয়েছে৷ কিন্তু এখনও কাজ এগোয়নি৷
ভৌগলিক কারণেই সুন্দরবনের মানুষের পক্ষে দক্ষিণ চব্বিশ পরগণার জেলা সদর আলিপুরে যাতায়াত করা অসুবিধেজনক৷ বিভিন্ন সুযোগ সুবিধে থেকেও বঞ্চিত হতে হয় তাঁদের৷ সেই কারণে সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে দেখতে চান মুখ্যমন্ত্রী৷ যাতে প্রশাসনিক স্তরের যাবতীয় সুযোগ সুবিধা সহজেই পেতে পারেন সুন্দরবনের মানুষ৷ ইতিমধ্যেই সুন্দরবনকে পৃথক পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এবার দ্রুত সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: গানের অনুষ্ঠান থাকলেও কীভাবে বিধানসভায় হাজিরা? অদিতি মুন্সিকে পরামর্শ দিলেন মমতা
প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'পাঁচ বছর ধরে বিষয়টি পড়ে রয়েছে৷ আর কবে সুন্দরবন জেলা হবে? তাড়াতাড়ি করে দাও৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই পৃথক জেলা হিসেবে কোন কোন এলাকাকে সুন্দরবনের অন্তর্ভুক্ত করা হবে, তার মানচিত্র তৈরি করে দিয়েছেন৷ তাই সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করার কাজে খুব বেশি দেরি হওয়ার কথা নয়৷
আরও পড়ুন: 'পুলিশের ইগোয় ভুগছে মানুষ', চিংড়িঘাটায় পর পর দুর্ঘটনা নিয়ে কড়া মমতা
সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করার দাবি দীর্ঘদিনের৷ মুখ্যমন্ত্রীর এ দিনের নির্দেশের পর বিষয়টি গতি পাবে বলে আশা করাই যায়৷ সুন্দরবনের একটা বড় অংশ যেমন দক্ষিণ চব্বিশ পরগণার মধ্যে পড়ে, সেরকমই হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখার মতো একটা বড় অংশ পড়ে উত্তর চব্বিশ পরগণার মধ্যে৷ ফলে শেষ পর্যন্ত পৃথক জেলা হিসেবে সুন্দরবনের আওতায় কোন কোন এলাকা পড়বে, সেটাই এখন দেখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Sunderban