মুর্শিদাবাদ : ভাঙন প্রশ্ন উঠতেই ভার্চুয়াল বৈঠকে তুমুল ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলের ১৯ বিধায়ক ও দুই সাংসদকে নিয়ে মুর্শিদাবাদের দলীয় অফিসে ফোনের মাধ্যমে ভার্চুয়াল বৈঠক করছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার সভাপতি সাওনি সিংহ রায় উপস্থিত ছিলেন এই টেলিফোনিক বৈঠকে।
সূত্রের খবর, এদিনের ভার্চুয়াল সভায় খলিলুর রহমান প্রথমেই বলেন,"আমাদের সম্মানহানি হয়েছে দিদি। সংবাদমাধ্যমে আমাদের সম্বন্ধে বাজে খবর করেছে। সঙ্গে সঙ্গেই প্রবল ক্ষোভ শোনা যায় মমতার গলাতেও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেস সিপিএম ও বিজেপি যৌথভাবে একটা চক্রান্ত করে এইসব কাজ করছে। আমি কোনও কিছুই তোমাদের সেই ভাবে বলিনি। অথচ একশ্রেণীর মিডিয়া এই কাজ করেছে।"
এদিন ফোনে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বদের সঙ্গে প্রায় ২৫ মিনিট কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি রবিবার এই টেলিফোনিক আলোচনায় আবু তাহেরকে বলেন, "আমি খুব শীঘ্রই মুর্শিদাবাদ যাব। বহরমপুরের সভা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া, খলিলুর রহমান, আবু তাহের ও জাকির হোসেনকে নিয়ে একটা কমিটি করে রিপোর্ট দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি আবার নেতৃত্বদের সঙ্গে কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: পরনে লুঙ্গি, গায়ে গামছা... হাতে লাঙল! চাষের জমিতে অন্য অবতারে চমকে দিলেন 'এই' বিধায়ক!
প্রসঙ্গত, সাগরদিঘিতে ধাক্কার পরে এবার মুর্শিদাবাদ তৃণমূলে ভাঙনের সুর জোরালো হচ্ছে বলে সূত্রের খবর। খড়গ্রামে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রায় হাজার খানেক তৃণমূলকর্মী। খড়গ্রামে তৃণমূল ছেড়ে কংগ্রেসে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বহরমপুরে তৃণমূল-বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রায় ২ হাজার কর্মী যোগ দেন বলে সূত্রের খবর। যদিও অন্যদিকে কোনও বিজেপি সমর্থক কংগ্রেসে গেছেন বলে জানা নেই, দাবি গেরুয়া শিবিরের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Murshidabad