হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আর নির্ভর করতে হবে না কলকাতার উপর! বর্ধমানকে বড় 'উপহার' দিলেন মমতা

Mamata Banerjee: আর নির্ভর করতে হবে না কলকাতার উপর! বর্ধমানকে বড় 'উপহার' দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: দুই বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশে অপরাধের তদন্তে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

  • Share this:

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের সভা থেকে দুর্গাপুরের রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল থেকে আর কলকাতায় যেতে হবে না। এই ল্যাবরেটরি হয়ে যাওয়া দুর্গাপুর থেকেই সেই সুবিধা মিলবে।

এদিন বর্ধমানের গোদার মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে দুই বর্ধমান জেলার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তার মধ্যে অন্যতম ছিল দুর্গাপুরের এই রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। এতদিন অপরাধের তদন্তের প্রয়োজনে কলকাতার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ওপর নির্ভর করতে হত।

 

দুর্গাপুরে এই ল্যাবরেটরি চালু হওয়ায় কলকাতার ওপর চাপ কমল। দুই বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশে অপরাধের তদন্তে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

রিজিওন্যাল ফরেনসিক ল্যাব কাজ শুরু করায় শুধু পুলিশই উপকৃত হবে না, সিআইডি, সিবিআই সহ অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও নতুন ল্যাবে নমুনা পরীক্ষা করাতে পারবে। এখান থেকে দ্রুত পাওয়া রিপোর্ট অপরাধীর অপরাধ দ্রুত নিশ্চিত করতে কার্যকর ভূমিকা নেবে। সব মিলিয়ে গোটা রাজ্যের অপরাধ দমনে মাইলফলক হতে চলেছে দুর্গাপুরের আঞ্চলিক ল্যাবরেটরি। বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

ঝাড়খন্ড লাগোয়া পশ্চিম বর্ধমান ও কৃষি প্রধান পূর্ব বর্ধমান ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলার অপরাধের কিনারা করার ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়ে উঠবে দুর্গাপুরের এই রিজিওন্যাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি।

এছাড়াও আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ, কুলটি, জামুড়িয়ার মতো শহর ও পাণ্ডবেশ্বর, বারাবনির মতো গ্রামীণ এলাকা নিয়ে গড়ে ওঠা পশ্চিম বর্ধমানে আইনশৃঙ্খলা সব সরকারের আমলেই মাথাব্যাথার কারণ ছিল। এই এলাকা বরাবরই অপরাধ প্রবণ।

আরও পড়ুূন,  নবান্ন সভাঘরে আজ বসছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, নজরে একাধিক ইস্যু

আরও পড়ুন, 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', মমতাকে কে বলল এমন কথা?

কলকাতার রিজিওন্যাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দূরত্বের দিক দিয়েও অনেক বেশি। তার ওপর চাপও অনেক বেশি ছিল। এর ফলে কলকাতার চাপ যেমন কমবে তেমনি তুলনামূলক কম সময়ে রিপোর্টও মিলবে বলে মনে করা হচ্ছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: CM Mamata Banerjee, TMC