#বাঁকুড়া: পায়ে প্লাস্টার করা অবস্থায় হুইলচেয়ারে বসে প্রচার করতে কতটা সমস্যা হচ্ছে, সোমবার পুরুলিয়ার সভা থেকে তা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বাঁকুড়ার দুই সভা থেকেই তৃণমূলনেত্রী দাবি করলেন, জীবনে অনেকবার আঘাত পেয়েছেন৷ কিন্তু এবার পায়ে চোট লেগেই লেগেই সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন তিনি৷ প্রত্যয়ী মুখ্যমন্ত্রী অবশ্য একই সঙ্গে বলেছেন, 'আঘাত আমার কাছে হেরে যাবে, আমি আঘাতের কাছে হারব না৷ '
এ দিন প্রথমে বাঁকুড়ার শালতোড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী৷ সেই সভার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পায়ে চোট থাকার জন্য দাঁড়াতে পারছি না এবং দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি না৷ এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ আমি প্রতিদিন ২৫-৩০ কিলোমিটার হাঁটি৷ আমার সঙ্গে উন্নয়ন হাঁটে, আমার মাথাও হাঁটে, হৃদয়ও হাঁটে৷ এর আগে আমার মাথায়, হাতে, কোমরে, চোখে আঘাত পেয়েছি৷ সে সব আঘাত সহ্য করে নিয়েছি৷ কিন্তু মানুষের পায়ে যদি আঘাত লাগে আর মানুষ দাঁড়াতে না পারলে তাঁর যে কতটা যন্ত্রণা, যাঁদের পায়ের চোট লেগেছে একমাত্র তাঁরাই জানেন৷ আমার কোনও উপায় নেই, প্রশাসন, সংবাদমাধ্যম, স্থানীয় কর্মী, সাধারণ মানুষের সহযোগিতায় এই কারণেই বেরিয়েছি যে ঘরে পায়ের যন্ত্রণায় শুয়ে থাকলে বিজেপি মানুষকে যে যন্ত্রণা দেবে আর সেই যন্ত্রণা থেকে মানুষকে উদ্ধার করা যাবে না৷ তাই আমি মনে করি নিজে যন্ত্রণা পেলেও মানুষের যন্ত্রণা কমানোই সবথেকে বেশি জরুরি৷'
এর পরে ছাতনার সভা থেকেও মুখ্যমন্ত্রী পায়ে ব্যথার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 'আমার পায়ে সত্যিই খুব যন্ত্রণা হচ্ছে৷ মানুষের পায়ের যেটা সবথেকে মোটা হাড় সেটাতেই আঘাত লেগেছে আর সেখানে রক্তও জমাট বেঁধে আছে৷ আমাকে খুব কষ্ট করে আসতে হচ্ছে৷ আমি না এলে বিজেপি-র হার্মাদরা বাংলাটাকে শেষ করে দেবে৷ বাংলার মানুষকে বাঁচাতেই আমাকে আপনাদের কাছে ছুটে আসতে হয়েছে৷ একসময় আমার মাথায় মারা হয়েছিল, মাথায় অপারেশন হয়েছে, গোটা মাথা জুড়ে সেলাই আছে৷ দু' হাতে অপারেশন হয়েছে, দু' হাতেও মারা হয়েছিল৷ কোমরে চোট আছে, কোমরে বেল্ট পরি৷ পেটেও দু' তিনবার অপারেশন হয়েছে৷ মার খেতে খেতে, আঘাতকে জয় করতে করতে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি৷ যতদিন বাঁচব আঘাত আমার কাছে হেরে যাবে, আমি আঘাতের কাছে হারব না৷ বাংলা মাকে রক্ষা করার জন্য এই কষ্ট৷'
গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর এসএসকেএম হাসপাতালে দু' দিন ভর্তি ছিলেন তিনি৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও তা শুনতে চাননি তৃণমূলনেত্রী৷ গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবারই কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় অংশ নেন তিনি৷ তার পর দুর্গাপুর হয়ে সোমবার পুরুলিয়ায় পৌঁছন তিনি৷ তার পর এ দিন বাঁকুড়ায় তিনটি সভা করেন তৃণমূলনেত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Mamata Banerjee, TMC, West Bengal Assembly Election 2021