#কলকাতা: রেলওয়ে চিত্তরঞ্জন লোকোমোটিভ বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি চিত্তরঞ্জন লোকোমোটিভ বেসরকারিকরণ নিয়ে বিতর্ক তৈরি হয়। তাই নিয়েই মমতা বলেন, ‘‘চিত্তরঞ্জন লোকোমোটিভ কেন বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেসরকারিকরণ হতে দেব না আমরা। তার আগে রেলওয়ে নতুনদের চাকরি দেওয়ার চেষ্টা করুক। বিপুল পরিমাণ পদ শূন্য রয়েছে, সেগুলি আগে পূর্ণ করুক কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: বাড়ির উঠোনে ৬ গবাদি পশুর জ্বলন্ত দেহ, পুড়ছে বাড়ি! হাড়হিম ঘটনা চোপড়ায়
পাশাপাশি, রেলওয়ের জন্য উচ্ছেদ নিয়েও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘রেলওয়ের নামে উচ্ছেদের সিদ্ধান্ত আমরা মানব না। আমারা উচ্ছেদের মুখে পড়া সাধারণ মানুষের পাশে আছি। উচ্ছেদ করতে হলে আগে উচ্ছেদের মুখে পড়া সাধারণ মানুষকে অন্যত্র থাকার ব্যবস্থা করে দিতে হবে, তবেই হবে।’’
আরও পড়ুন: বাবুল সুপ্রিয় কেন তৃণমূলে? সেই আসানসোলে দাঁড়িয়েই রহস্য ভাঙলেন মমতা
আসানসোলের লোকসভা আসনে তৃণমূলের জয় নিয়ে আসানসোলবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দীর্ঘ বক্তব্যের শুরুতেই অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আপনারা জানেন আসল চালাকিটা কী! চার মাসের ট্রেনিং দেবে। ট্রেনিং পাবে কারা, ১০০ জনের মধ্যে ৪ জনও সাধারণ মানুষের চাকরি হবে না। ওদের লোকেরা পাবে, শাখা প্রশাখার লোকেরা। আর তার পর, চার বছর পর বলছে, তোমরা ঘুরে বেড়িয়ে কাজ জোগাড় করো। এ বার একটা মজা শুনবেন, আমার কাছে একটা চিঠি এসেছে। খেলাটা শুরু করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের জন্য দেশে অগ্নিপথ নিয়ে আগুন জ্বলছে। আমি সেনা বা কর্নেলকে সন্মান করি, কিন্তু আমাকে একজন কর্নেল চিঠি লিখেছিলেন। তিনি লেখেন, যাঁরা চার বছর সেনায় কাজ করবে, তাঁদের ডেটা ব্যাঙ্ক আমাদের দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা যেন ওই চার বছরের পর তাঁদের চাকরির ব্যবস্থা করি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee