হোম /খবর /দক্ষিণবঙ্গ /
এবার 'পাড়ায় পাড়ায় সমাধান'! ছোট সমস্যা মেটাতে ভোটের আগে বড় চমক মমতার

এবার 'পাড়ায় পাড়ায় সমাধান'! ছোট সমস্যা মেটাতে ভোটের আগে নয়া চমক মমতার

আমন্ত্রণের পর রাস্তা বিতর্ক নিয়ে ফের সংঘাত ৷ বিশ্বভারতীর শতবর্ষে তাঁকে ডাকেইনি কর্তৃপক্ষ।এর আগে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি ৷ তা না ঝিমোতেই ফের সংঘাত। এবার নয়া বিবাদের বিষয় ৪ কিমি রাস্তা ৷ এদিন বীরভূমের প্রশাসনিক বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বভারতী অনুরোধ করে রাস্তা নিয়েছিল। আমি আসার আগে ফাইল সই করে এসেছি। রাস্তা আমরা ফেরত নিচ্ছি। আশ্রমের সমস্যা মিটে যাব।’

আমন্ত্রণের পর রাস্তা বিতর্ক নিয়ে ফের সংঘাত ৷ বিশ্বভারতীর শতবর্ষে তাঁকে ডাকেইনি কর্তৃপক্ষ।এর আগে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি ৷ তা না ঝিমোতেই ফের সংঘাত। এবার নয়া বিবাদের বিষয় ৪ কিমি রাস্তা ৷ এদিন বীরভূমের প্রশাসনিক বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বভারতী অনুরোধ করে রাস্তা নিয়েছিল। আমি আসার আগে ফাইল সই করে এসেছি। রাস্তা আমরা ফেরত নিচ্ছি। আশ্রমের সমস্যা মিটে যাব।’

  • Last Updated :
  • Share this:

#বোলপুর: 'দুয়ারে সরকারের' পর এবার 'পাড়ায় পাড়ায় সমাধান'৷ বিধানসভা ভোটের আগে প্রশাসনকে আমজনতার আরও কাছে পৌঁছে দিতে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বোলপুরের প্রশাসনকি সভা থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'দুয়ারে সরকার' প্রকল্প থেকে দারুণ সাড়া পাওয়া গিয়েছে৷ কিন্তু অনেক ছোট ছোট সমস্যা থাকে, যার জন্য প্রশাসনের দোরে দোরে ঘুরতে গিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ এই ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যেই 'পাড়ায় পাড়ায় সমাধান' প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে৷

মুখ্যমন্ত্রী বলেন, 'এই সমস্ত কাজের জন্য বড় কোনও পরিকাঠামোর দরকার নেই৷ ছোট ছোট ক্যাম্প করে মিশন মোডে কাজ হবে৷' উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হয়তো পাড়ায় একটা কালভার্ট দরকার৷ কিন্তু অনেক জায়গায় ঘুরে সেই কাজটাই হয়নি৷ নয়া কর্মসূচিতে স্থানীয় এলাকায় ক্যাম্প করেই এই ধরনের অভিযোগ, সমস্যার নিষ্পত্তি করা হবে৷

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া হবে৷ যেভাবে দুয়ারে সরকারের কাজ চলেছে, ঠিক একই ভাবে পাড়ায় পাড়ায় সমাধানের কাজও এগোবে৷ তবে এর জন্য আলাদা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, গোটা প্রকল্পের কাজ দেখাশোনার জন্য থাকবেন আলাদা প্রিন্সিপাল সেক্রেটারিরা৷ যেহেতু দুয়ারে সরকার প্রকল্পের কাজেও অনেক সরকারি আধিকারিকরা ব্যস্ত, তাই 'পাড়ায় পাড়ায় সমাধানের' জন্য আলাদা আধিকারিকদের দায়িত্ব দেওয়া হচ্ছে৷ কোনও ব্যক্তি বা পরিবারের ছোটখাটো সমস্যা স্থানীয় এলাকায় ছোট ছোট ক্যাম্প করে সমাধানের চেষ্টা করা হবে৷ দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে৷ মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, সমস্যার সমাধান কতদূর এগোল, তা আবেদনকারীকে দ্রুত জানিয়ে দেওয়ারও ব্যবস্থা করে দিতে হবে৷

'দুয়ারে সরকার' প্রকল্পে ভাল পরিষেবা দেওয়ার জন্য এ দিন সরকারি আধিকারিক ও কর্মীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'আগামী দিনে 'দুয়ারে সরকার' মডেল বিশ্বে নজির সৃষ্টি করবে৷ যাঁরা এই পরিষেবা দিচ্ছেন, তাঁদের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷' একই ভাবে পাড়ায় পাড়ায় সরকার প্রকল্পেও সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Abir Ghosal

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee