#বোলপুর: 'দুয়ারে সরকারের' পর এবার 'পাড়ায় পাড়ায় সমাধান'৷ বিধানসভা ভোটের আগে প্রশাসনকে আমজনতার আরও কাছে পৌঁছে দিতে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বোলপুরের প্রশাসনকি সভা থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'দুয়ারে সরকার' প্রকল্প থেকে দারুণ সাড়া পাওয়া গিয়েছে৷ কিন্তু অনেক ছোট ছোট সমস্যা থাকে, যার জন্য প্রশাসনের দোরে দোরে ঘুরতে গিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ এই ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যেই 'পাড়ায় পাড়ায় সমাধান' প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে৷
মুখ্যমন্ত্রী বলেন, 'এই সমস্ত কাজের জন্য বড় কোনও পরিকাঠামোর দরকার নেই৷ ছোট ছোট ক্যাম্প করে মিশন মোডে কাজ হবে৷' উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হয়তো পাড়ায় একটা কালভার্ট দরকার৷ কিন্তু অনেক জায়গায় ঘুরে সেই কাজটাই হয়নি৷ নয়া কর্মসূচিতে স্থানীয় এলাকায় ক্যাম্প করেই এই ধরনের অভিযোগ, সমস্যার নিষ্পত্তি করা হবে৷
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া হবে৷ যেভাবে দুয়ারে সরকারের কাজ চলেছে, ঠিক একই ভাবে পাড়ায় পাড়ায় সমাধানের কাজও এগোবে৷ তবে এর জন্য আলাদা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, গোটা প্রকল্পের কাজ দেখাশোনার জন্য থাকবেন আলাদা প্রিন্সিপাল সেক্রেটারিরা৷ যেহেতু দুয়ারে সরকার প্রকল্পের কাজেও অনেক সরকারি আধিকারিকরা ব্যস্ত, তাই 'পাড়ায় পাড়ায় সমাধানের' জন্য আলাদা আধিকারিকদের দায়িত্ব দেওয়া হচ্ছে৷ কোনও ব্যক্তি বা পরিবারের ছোটখাটো সমস্যা স্থানীয় এলাকায় ছোট ছোট ক্যাম্প করে সমাধানের চেষ্টা করা হবে৷ দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে৷ মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, সমস্যার সমাধান কতদূর এগোল, তা আবেদনকারীকে দ্রুত জানিয়ে দেওয়ারও ব্যবস্থা করে দিতে হবে৷
'দুয়ারে সরকার' প্রকল্পে ভাল পরিষেবা দেওয়ার জন্য এ দিন সরকারি আধিকারিক ও কর্মীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'আগামী দিনে 'দুয়ারে সরকার' মডেল বিশ্বে নজির সৃষ্টি করবে৷ যাঁরা এই পরিষেবা দিচ্ছেন, তাঁদের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷' একই ভাবে পাড়ায় পাড়ায় সরকার প্রকল্পেও সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
Abir Ghosal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee