• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • দৃশ্যদূষণ এড়াতে, নিজের হাতেই নিজের দেওয়াল লিখন মুছলেন হাওড়ার এই বিধায়ক!

দৃশ্যদূষণ এড়াতে, নিজের হাতেই নিজের দেওয়াল লিখন মুছলেন হাওড়ার এই বিধায়ক!

 • Share this:
  লোকাল ট্রেন বন্ধের জেরে প্যাসেঞ্জার হচ্ছে না হুগলি জলপথ পরিবহণ নিগমের লঞ্চ গুলিতে। পাশাপাশি আংশিক লকডাউনের জেরে পরিষেবা অর্ধেক করার উদ্দেশ্যে আগে ৮ টি লঞ্চ চলার জায়গায় এখন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে বাবুঘাট অবধি চলছে মাত্র ৪টি লঞ্চ। আংশিক লকডাউনে লোকাল ট্রেন বন্ধের জেরে, শহরাঞ্চলে আসতে না পারায় প্রতিদিন প্রবল ক্ষতির সম্মুখীন হচ্ছেন হাওড়ার বাগনান, ফুলেশ্বর, উলুবেড়িয়ার ফুলচাষিরা। হাওড়ার কালিবাবুর বাজার, উলুবেড়িয়া বাজার ও কদমতলা বাজারে সকাল থেকেই চলছে পুলিশি টহল ও পাশাপাশি চলছে মাইকিং। মাস্ক না পরিহিত ব্যক্তিদের ধরপাকড়ও করা হচ্ছে। দোশরা মে ভোটে জেতার পর, বৃহষ্পতিবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন হাওড়ার বিধানসভা কেন্দ্রগুলি থেকে জয়ী মনোজ তিওয়ারি, রানা চট্টোপাধ্যায়, সুকান্ত পাল, অরুণাভ সেন, গৌতম চৌধুরী পুলক রায়, প্রিয়া পাল ও অন্যান্যরা। যত্রতত্র পড়ে PPE কিট, মাস্ক! একাধিকবার সুপারকে অভিযোগ জানানোর পরেও পরিষ্কার হচ্ছে না হাওড়ার বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতাল। প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন হাসপাতালের নার্সরা। রাজনৈতিক দেওয়াল লিখনের ফলে সৃষ্ট দৃশ্য দূষণের প্রতিকারের উদ্দেশ্যে, বৃহস্পতিবার পথে নামলেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিজয়ী প্রার্থীর গৌতম চৌধুরী। সাদা রং এর সাহায্যে নিজের হাতেই তিনি নিজের নামের দেওয়াল লিখন মুছে দিলেন তিনি। আরও হাওড়ার খবর জানতে, ভিডিও দেখুন উপরে।
  Published by:Pooja Basu
  First published: