পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন পাতা হলেও জল সরবরাহ বন্ধ রয়েছে। রাস্তার ধারে ধারে কল বসানো থাকলেও সেই কল থেকে জল পড়ে না। পটাশপুর দু নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বড় একটা অংশের মানুষজনের দুর্ভোগের শেষ নেই। পটাশপুরের শ্রীরামপুর অঞ্চলের প্রায় ৭০০ পরিবার তীব্র জল সঙ্কটের মধ্যেই দিন কাটাচ্ছেন।
আরও পড়ুন- বেড়েই চলেছে লাশের সংখ্যা! মণিপুরে ভূমিধ্বসে উদ্ধার আরও ৮টি দেহ, নিখোঁজ ৩৪!
অভিযোগ, একরকম ঢাকঢোল পিটিয়েই সরকারি প্রকল্পে এই পানীয় জল সরবরাহের ব্যবস্থা আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছিল। কিন্তু ওই পর্যন্ত। বাসিন্দারা জানাচ্ছেন আসল কাজের কাজ কিছুই হয়নি। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, ট্যাপ বসিয়ে দিয়ে ছবি তুলে নিয়ে গেছে। কিন্তু জলসরবরাহ বন্ধই আছে। জলের যেমন দেখা নেই, তেমনই গত ৬ মাস ধরে পঞ্চায়েত প্রশাসনকে বারবার জানিয়েও তাদের দেখা মিলছে না। যার ফলে নিজেদের গ্রাম ছেড়ে বহু দুর থেকে জল বয়ে এনে দিন গুজরান করতে হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের।
বড়কুমদা, ছোটো পাথরঘাটা, বড় পাথরঘাটা, রামচক সহ পটাশপুরের এইসব এলাকায় জলহীন ট্যাপকে ঘিরে সবুজ গাছগাছালি গজিয়ে উঠেছে। পাইপলাইনের অবস্থাও খুব খারাপ। যা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। যদিও এলাকার মানুষজনের এসবে মন নেই। তাঁদের বক্তব্য রাজনৈতিক তরজা ভুলে সবাই একজোট হয়ে এলাকার পানীয় জলের সঙ্কট দূর করতে উদ্যোগী হোন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Water Problem