#কাঁথি: কাঁথি বেলদা রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনার ফলে জখম হয়েছেন বাসের বহু যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭ নাগাদ এগরা কৌড়দা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার চিকিৎসার জন্য আহত বাস যাত্রীদের এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে অবস্থা বেশ কয়েকজনের আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার সকালে বেলদা থেকে একটি যাত্রীবাহী বাস কাঁথির উদ্দেশ্যে রওনা দেয়। এ দিন সকাল সাত'টা নাগাদ এগরা কৌড়দা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এগরা থানার পুলিশ।
আরও পড়ুন: মায়াবী আলো, আধ্যাত্মিক পরিবেশ, শ্যামা সঙ্গীত... চোখ ধাঁধানো নতুন রূপে কালীঘাট মন্দির
আহত যাত্রীদের উদ্ধার করে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ বাসটিকে উদ্ধার করতে তোড়জোড় শুরু করে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দ্রুতগতিতে থাকার কারণে এমন দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত হয়েছে বাসে থাকা প্রায় সব যাত্রীই, আহতের সংখ্যা পঞ্চাশের বেশি। মেদিনীপুর থেকে দিঘা ভায়া কাঁথি রুটের সুপারফাস্ট বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় কৌড়দা চণ্ডী মন্দিরের কাছে স্টিয়ারিং খুলে যায়। বাসে যাত্রী ছিল ৬০ জন। প্রায় সকলেই আহত হন।
এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, 'বাসটি দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। বেশ কয়েকজন বাস যাত্রী ও শিশু আহত হয়েছে। তাঁদেরকে উদ্ধার করে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেছি।'
সুজিত ভৌমিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Egra, Road Accident