#কলকাতা: নরেন্দ্রপুরে তিউরিয়াতে জোড়া খুনে মূল অভিযুক্ত বিশাল বৈরাগীকে গ্রেফতার করল সিআইডি | কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি আধিকারিকরা | বিশাল, তিউরিয়ার বাসিন্দা | এর আগে নরেন্দ্রপুর জেলা পুলিশের হাতে মোটরসাইকেল চুরির অভিযোগে বিশালের বন্ধু সৌরভ মণ্ডল গ্রেফতার হয় | সৌরভকে জেরা করেই সিআইডি জালে বিশাল |
২০১৯ সালে ৩০ জুলাই নরেন্দ্রপুরে বাগানবাড়ির মধ্যে দম্পতিকে গলা নলি কেটে হত্যা করে ট্রলি ব্যাগে ভরে রাখা হয় | পরে পুলিশ গিয়ে আলপনা বিশ্বাস ও তার স্বামী প্রদীপ বিশ্বাসের দেহ উদ্ধার করে | সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি | কিছুদিন আগে তদন্তকারীরা সৌরভকে গ্রেফতার করে জানতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য | সৌরভ জেরায় তদন্তকারীদের জানায়, গৃহবধূ আলপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিল বিশাল | ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন স্বামী প্রদীপ | এরপর প্রদীপ বিশালকে চড় মারেন | তখন থেকেই প্রতিহিংসা আগুন জ্বলতে থাকে | এরপরই বিশাল ও তার বন্ধু সৌরভ প্রদীপকে খুন করে | প্রদীপকে হত্যা করতে বাধা দিলে আলপনাকেও খুন করে সে | দুজনকেই এরপর ট্রলি ব্যাগে ভরে চম্পট দেয় | পুলিশকে বিভ্রান্ত করতে আলমারি জিনিস ওলোটপালোট করে | যাতে দেখে মনে হয় লুঠ পথের উদ্দেশ্য খুন |
যদিও ঘর থেকে একটি টিভি ছাড়া আর কিছুই খোয়া যায়নি | কিন্তু ট্রলি ব্যাগে কেন দেহ রাখা হল? সিআইডি সূত্রে খবর, দেহগুলিকে একদম গুম করার জন্যই ট্রলিতে ভরা হয়েছিল | কিন্তু সেদিন বৃষ্টি হচ্ছিল, তার উপর এত ভারী দুটো ট্রলি নিয়ে বেরোনো মুশকিল ছিল | এছাড়াও আশপাশের লোকজনের আওয়াজ পেয়ে বাড়ির মধ্যে ট্রলি রেখেই পালায় | কিন্তু সৌরভ ও বিশালের কথায় বেশ কিছু অসঙ্গতিও রয়েছে৷ সেই মিসিং লিঙ্ক গুলিকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা |
ARPITA HAZRA