#মহিষাদল: সাত সকালে প্রকাশ্য রাস্তায় দুঃসাহসিক ঘটনা! দিনেদুপুরে চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে পথ আটকে এক ব্যক্তির পেটে ধারালো ভোজালির কোপ মারলো এক দুষ্কৃতি! আশংকাজনক অবস্থায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিষাদল থানার পুলিশ!
আজ সকালে ঘটনাটি ঘটেছে মহিষাদল শহরে রাস্তায়। সাত সকালে দিনের আলোয় একেবারে প্রকাশ্য রাস্তার ওপরই চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে দিয়ে আবদুল রসিদ খাঁ নামে এক ব্যক্তির পেটে ধারালো ভোজালির কোপ মারে এক ব্যক্তি। ধৃতের নাম রঙ্গলাল ঘোড়ই তাকে পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুন - Viral Video: সবাই মা হয়ে যাচ্ছে! রাখি সাওয়ান্ত নিজের সন্তান জন্ম নিয়ে ফাটালেন বোমা, ভাইরাল ভিডিওপাওনা কড়ি নিয়ে বিবাদের জেরেই এই খুনের চেষ্টা বলে পুলিশ জানিয়েছে। গুরুতর জখম অবস্থায় আবদুল রসিদ খাঁকে প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে রেফার করা হয়। পরে সেখান থেকে তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দিনে দুপুরে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পথ আটকে এক ব্যক্তির পেটে ধারালো ভোজালির কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মহিষাদল এলাকায়। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলছেন সকলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mahishadal