হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মহেশতলার নুঙ্গিতে বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩

Maheshtala Fire: মহেশতলার নুঙ্গিতে বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩

সোমবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার নুঙ্গি বাজি বাজারের ঝাউতলা পুটখালীর মণ্ডলপাড়ায় একটি বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ হয়।

  • Share this:

মহেশতলা: মহেশতলার নুঙ্গি স্টেশনের মণ্ডলপাড়ায় ভয়াবহ আগুন। বাজির গোডাউনে বিস্ফোরণ মৃত ৩।

জানা যায়, সোমবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার নুঙ্গি বাজি বাজারের ঝাউতলা পুটখালীর মণ্ডলপাড়ায় একটি বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্থানীয়রা দেখতে পেয়ে জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করার পাশাপাশি খবর দেয় মহেশতলা থানায় ও দমকলে। এর পরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও মহেশতলা থানার পুলিশ। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মৃত্যু হয় ৩ জনের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন।

Samir Mondal
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Maheshtala