#নদিয়া: মেঘনাদ বধ কাব্য, বীরাঙ্গনা কিংবা বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। কার লেখা মনে পড়ে আজ ? বাংলার নবজাগরণে তাঁর সৃষ্টি অনেকটাই ভূমিকা রাখে। তিনি মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। নদিয়ার তেহট্টে আম্বেদকর কলেজ মাঠে এবারও সূচনা হল মধুসূদন উৎসবের। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
কখনও কবির লেখনী অ্যান্টিহিরোকে বানিয়েছে হিরো। কখনও নারী শক্তির উত্থানে উৎসাহ যুগিয়েছে কবির কলম। বাংলা ভাষার নবজাগরণের অন্যতম পথিকৃত মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যে রাবণ পুত্রই অবতীর্ণ হয়েছেন নায়ক হিসেবে। বীরাঙ্গনায় নারীকে তিনি শক্তি আর সাহসের মিশেলে তুলে ধরেছেন। শতাব্দী প্রাচীন সাহিত্য যে চিরকালীন, তা মনে রেখেই কবি স্মরণে এবারও আয়োজন হয়েছিল মধুসূদন উৎসবের। নদিয়ার তেহট্টের আম্বেদকর কলেজ মাঠে উৎসব চলবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত।
মাইকেল মধুসূদন দত্ত স্মরণে দশ বছর আগে স্থানীয় ক্লাব সদস্যরা এই উৎসবের আয়োজন করেন। উৎসবের কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। কবি লিখেছিলেন, রেখো মা দাসেরে মনে....। মধুসূদনকে মনে রেখেছেন সংস্কৃতি ও সাহিত্যপ্রেমী বাঙালি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।