#নেতাই: নেতাইয়ে গিয়ে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে এলেন তৃণমূল নেতা মদন মিত্র৷ রীতিমতো হুঙ্কার ছেড়ে মদন বলেন, 'নেতাই থেকে পেটাই শুরু৷' পাল্টা নাম না করে মদনকে কটাক্ষ করে শুভেন্দুর জবাব, 'নেশাগ্রস্ত, সারাদিন ফেসবুক লাইভ করে৷'
শহিদ দিবস ঘিরে এ দিন সরগরম ছিল নেতাই৷ সকালে নেতাইয়ে গিয়ে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে অবশ্য বিজেপি-র পতাকা ছিল না৷ এর পরই সেখানে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, মদন মিত্ররা৷ শহিদ বেদীতে শ্রদ্ধা জানান তাঁরাও৷ এর পর লালগড়ের সভায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন মদন৷ তিনি বলেন, 'ওসব অমিত শাহ, নরেন্দ্র মোদি আমাকে দেখিয়ে লাভ নেই৷ নেতাইয়ের বিকল্প জানেন তো? নেতাইয়ের বিকল্প পেটাই৷ নেতাই থেকেই পেটাই শুরু৷' একই সঙ্গে শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে এ দিনও মদন বলেছেন, 'নন্দীগ্রামে আপনার বিরুদ্ধে আমি দাঁড়াব, যদি দল আমাকে অনুমতি দেয়৷ তবে আমার একটা শর্ত আছে৷ কামারহাটিতেও আপনাকে আমার বিরুদ্ধে দাঁড়াতে হবে৷ বাকিটা আমি বুঝে নেব৷' মদনের আরও দাবি, 'একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসতে হবে৷ বলতে হবে, আমি পাপ করেছি, ক্ষমা করে দাও৷'
এ দিনই বিকেলে পাল্টা মদন মিত্রকে জবাব দেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, 'একজন নেশাগ্রস্ত, যে সারাদিন ফেসবুকে লাইভ করে সে বড় বড় কথা বলছে। যে লালগড় জানে না।' এর পর শুভেন্দু আরও বলেন, 'জেলে থেকে কামারহাটি থেকে লড়েছে। ওঁর হয়ে ইমেজ খারাপ হবে বলে কেউ প্রচার করেননি। ওঁর ছেলের অনুরোধে আমি কামারহাটি গিয়ে কর্মিসভা করে আসি৷ নিজের ছেলের থেকে ছোট অর্জুন সিংয়ের ছেলে পবনের কাছে ভোটে হেরেছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়তে নেই৷' মদন অবশ্য এ দিন শুভেন্দুর নিজের শহর কাঁথিতে গিয়ে আগামী ১৪ তারিখ সভা করার কথা জানিয়েছেন৷ মদনের আরও দাবি, দলের অনুমতি পেলে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আরও সক্রিয় হবেন তিনি৷ কোনও অবস্থাতেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না বলেও এ দিন দাবি করেন মদন৷