#রানা কর্মকার, হুগলি: গত কয়েক দিনে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর তুলনা টেনে সোশ্যাল মিডিয়া রীতিমতো হাসি, মসকরা চলছে৷ অর্পিতা মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন মহিলার সঙ্গে পার্থর ঘনিষ্ঠতার বিষয়টি সামনে আসতেই, সোশ্যাল মিডিয়ায় খোঁচা খেতে হচ্ছে মদনকে৷ ঠাট্টাচ্ছলেই বলা হচ্ছে, চুপচাপই মদনকে টেক্কা দিয়েছেন পার্থ৷
কারণ রঙিন জীবনযাপনে রাজ্য রাজনীতিতে কারও নাম বলতে হলে সেই তালিকায় সবার প্রথমে কামারহাটির তৃণমূল বিধায়কের নামই উচ্চারিত হয়৷ মহিলা মহলে নিজের জনপ্রিয়তা নিয়ে প্রকাশ্যেই বড়াই করতে শোনা গিয়েছে মদনকেও৷
তবে পার্থর সৌজন্যে তাঁর ক্যারিশমা নিয়ে প্রশ্ন উঠলেও, দুঃসময়ে জেল বন্দি দলীয় সতীর্থকে পরামর্শ দিলেন মদন মিত্র৷ এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং দলের দীর্ঘদিনের সতীর্থের প্রতি মদনের পরামর্শ, 'জীবনের কিছুটা সময় একা চলতে হয়। একা চলতে শেখাটা একটা আর্ট। সময় তোমাকে শিখিয়ে দেবে একা চলার সময় তোমাকে কিভাবে লড়তে হয়।'
আরও পড়ুন: মাটিতে ঘুম এলো না, সকালে কাঁদো কাঁদো অবস্থা! অবশেষে জেলে খাট পেলেন পার্থ
এ দিন তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মদন মিত্র৷ সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের পরিণতি নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ কিছুটা দার্শনিকের ঢংয়ে মদন আরও বলেন, 'একটা অভিযোগ উঠেছে। তার তদন্ত চলছে। দল তাকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।তবে হিটলার ও যেদিন ব্যাঙ্কারে গিয়েছিলেন একাই ছিলেন। পৃথিবীর ইতিহাসে বলে গৌতম বুদ্ধ যখন পুজো দিতে গিয়েছিলেন একাই গিয়েছিলেন।'
সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল বন্দি থাকতে হয়েছে মদন মিত্রকে৷ ফলে দলের দীর্ঘদিনের সতীর্থ কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা মদনের পক্ষে আন্দাজ করা কঠিন নয়৷ মদনের অবশ্য দাবি, 'দলগতভাবে আমরা লড়ছি। আমার আশা করব সত্য উদঘাটিত হবে। এবং সত্যের শেষ এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে ভারতবাসী বিভ্রান্ত হয়ে যাবে, যে এতদিন কী শুনেছি, আর কী হলো! যারা পাপী তারা পাপের প্ৰায়শ্চিত্ত করুক। আর যারা পাপী নয় তারা তাঁদের যেন হয়রানি না হয়। তবে আমরা নিশ্চিত পঞ্চায়েতে নির্বাচনে নিরঙ্কুশ আসনে জয়লাভ করবে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madan Mitra, Partha Chatterjee