#দিঘা: ফেসবুকে ঝড় তোলেন তিনি৷ ইদানিং ফেসবুকে পোস্ট করা তাঁর অধিকাংশ ভিডিও বা পোস্টেই দেখা যায় তাঁর নাতিকেও৷ এ হেন মদন মিত্র অশনি আবহে সমুদ্র সৈকতে গিয়ে বিপত্তি বাঁধালেন৷ সমুদ্রে পাড় দিয়ে হাঁটার সময় পাথরের উপরেই পা পিছলে রীতিমতো আছাড় খেলেন কামারহাটির বিধায়ক৷ মদন মিত্রের হাত ধরে থাকা তাঁর নাতিও পড়ে যায়৷ যদিও বরাতজোরে কারোরই বড় কোনও আঘাত লাগেনি৷
তবে যেহেতু তিনি মদন মিত্র, তাই তাঁর আর পাঁচটা সোশ্যাল মিডিয়া পোস্টের মতো এই আছাড় খাওয়ার ভিডিওটিও ভাইরাল হয়েছে৷ যদিও এই ভিডিওটি মদনের নিজের ফেসবুকে পোস্ট করা হয়নি৷ ভিডিওটির সত্যতাও যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
আরও পড়ুন: অশনি আতঙ্কে ইতি টানল হাওয়া অফিস, সমুদ্রেই বিলীন হবে শক্তিশালী ঘূর্ণিঝড়
আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে লোডশেডিং? দ্রুত ফিরবে বিদ্যুৎ, হাতের কাছে রেখে দিন এই দু'টি নম্বর
ভিডিওটি ভাইরাল হলেও দু' জনেরই যে বড়সড় চোট লাগার আশঙ্কা ছিল, কমেন্ট করতে গিয়ে তা উল্লেখ করেছেন অনেকেই৷ মদন এবং তাঁর নাতির আঘাত লেগেছে কি না, উদ্বিগ্ন হয়ে সেই খোঁজও নিয়েছেন কেউ কেউ৷ তবে তৃণমূল বিধায়ক বা তাঁর নাতির বড় কোনও আঘাত লাগেনি বলেই খবর৷
অশনির আশঙ্কায় গত দু' দিন ধরেই দিঘার সমুদ্রের পাড়ে নামতে দেওয়া হচ্ছিল না কাউকে৷ তবে এই আবহে উত্তাল সমুদ্র দেখার আকর্ষণও কম নয়৷ ছোট্ট নাতিকে সম্ভবত সমুদ্রের সেই রূপই দেখাতে চেয়েছিলেন মদন৷ কিন্তু তা করতে গিয়েই ঘটে গেল বিপত্তি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Madan Mitra