হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন উৎপাত! কামড় বিএসএফ জওয়ানকে, আতঙ্কে গ্রামবাসীরা

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন উৎপাত! কামড় বিএসএফ জওয়ানকে, আতঙ্কে গ্রামবাসীরা

সীমান্তে পাগলা কুকুরের তাণ্ডব বিএসএফ জওয়ান সহ জখম ১৫ 

সীমান্তে পাগলা কুকুরের তাণ্ডব বিএসএফ জওয়ান সহ জখম ১৫ 

India-Bangladesh border: সীমান্তে পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বসিরহাট: সীমান্তে পাগলা কুকুরের তাণ্ডব। বিএসএফ জওয়ান সহ জখম ১৫, হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ পানিতর সীমান্তে পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্কে সীমান্তবাসী।

ইতিমধ্যে ৮৫ নম্বর ব্যাটেলিয়ানরা সীমান্তরক্ষীর এক জওয়ানের পায়ে কামড়ে দিয়েছে। অন্যদিকে শিশু মহিলা পুরুষ সহ জখম ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন- বিরাট উদ্যোগ! সীমান্তের অসহায় মানুষদের স্বাস্থ্যপরিষেবা দিল বিএসএফ

বেশ কয়েকদিন ধরে সীমান্তে পাগলা কুকুর তাণ্ডব চালাচ্ছে। নাকুয়াদহ পানিতর ও চৌরঙ্গী এই তিনটি গ্রামে দিন ও রাতে অতিষ্ঠ করে তুলেছে গ্রামবাসীদের।

কখনো বাড়ির উঠোনে মহিলা বসে থাকলে ঝাঁপিয়ে পড়ছে চোখে মুখে মুখে কামড়ে পালাচ্ছে। আবার পথ চলতি মানুষের দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এই গ্রামগুলোতে।

আরও পড়ুন- অ্যাডমিট কার্ড না নিয়েই পরীক্ষার হলে ছাত্রী, এগিয়ে এলেন সিভিক ভলান্টিয়ার, তারপর!

সীমান্তবাসী প্রলয় মুখার্জি জানান, যেভাবে কুকুরের তাণ্ডব শুরু হয়েছে, আমরা আতঙ্কিত, ভীত। বনদফতর এসে এই সমাধান করুক'। এই ঘটনায় ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে, আমরা চাই দ্রুত জালবন্দি করা হোক এই পাগলা কুকুরটাকে।

জুলফিকার মোল্যা

Published by:Suman Majumder
First published:

Tags: BSF, India-Bangladesh Border