#বীরভূম: অবৈধ সম্পর্কের মর্মান্তিক পরিণতি ! গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারল প্রেমিক ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার জাজি গ্রামে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত ব্যক্তি মংলু এখনও অধরা ৷
সূত্রের খবর, গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয় ওই গৃহবধূর ৷ অবৈধ সম্পর্কের অবনতি হওয়ার ফলে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে ৷ ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাকে ৷ এমনকী, গৃহবধূর ছেলে ও মেয়েকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ৷ গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ৷ কিন্তু এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি ৷
পুলিশ সূত্রে খবর, গৃহবধূর স্বামী কর্মসূত্রে অসমে থাকেন । দুই ছোট ছোট ছেলে এবং মেয়েকে নিয়ে বীরভূমে স্বামীর বাড়িতেই থাকতেন তিনি । স্বামী না থাকার জেরেই ওই গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর ৷ কিন্তু বিষয়টি জানাজানি হতেই বেঁকে বসেন স্থানীয় বাসিন্দারা ৷ গ্রামবাসীদের দাবি মেনেই অভিযুক্ত ব্যক্তি মংলুর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় ওই গৃহবধূ ৷ আর তার জেরেই রবিবার গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয় মংলু ৷ ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে গৃহবধূ এবং তার দুই সন্তানকে খুন করে মংলু ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Extra Marital Affairs, Housewife