Home /News /south-bengal /
লকডাউনের জেরে বন্ধ বাজার, ক্ষতির মুখে কৃষকরা

লকডাউনের জেরে বন্ধ বাজার, ক্ষতির মুখে কৃষকরা

শালবনিতে লঙ্কা চাষে ক্ষতি। আবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় বিপাকে পান চাষীরাও।

 • Share this:

  #পশ্চিম মেদিনীপুর: লকডাউনের জেরে বন্ধ বাজার। জমিতেই নষ্ট হচ্ছে লঙ্কা-পান। ক্ষতির মুখে শালবনি-দেগঙ্গার কৃষকদের মাথায় হাত। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক মাসের উপর লকডাউন। চলছে না গাড়ি। বন্ধ বাজার। সব মিলিয়ে মাঠেই নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে ফসল।

  পশ্চিম মেদিনীপুরে শালবলির সাতপাটি গ্রাম। গত বছর লঙ্কা চাষ করে লাভের মুখ দেখেছিলেন কৃষকরা। তাই এবছরও অন্য সবজি ছেড়ে লঙ্কা চাষ হয়েছে। কিন্তু, একে লকডাউন, তার উপর মাঝেমধ্যে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি। সব মিলিয়ে অথৈ জলে কৃষকরা।

  জমি থেকে লঙ্কা তুলতে কর্মীদের দিতে হয় কেজিপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা। কিন্তু, বিক্রি করতে গেলে দাম মিলছে তারও কম। সব দিক দিয়ে ক্ষতির মুখে লঙ্কা চাষীরা।

  শালবনিতে লঙ্কা চাষে ক্ষতি। আবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় বিপাকে পান চাষীরাও। আমিনপুর, চাকলা,যাদবপুর গ্ৰামের কয়েকশো মানুষ পান চাষের উপর নির্ভর। সপ্তাহে ২ বার পাইকারি বাজার বসত। লকডাউনে এখন সব বন্ধ। মাথায় হাত কৃষকদের।

  জমিতে ফলন রয়েছে। কিন্তু বিক্রি করার উপায় নেই। বাজার নেই। সব মিলিয়ে অথৈ জলে লঙ্কা-পান চাষীরা। টেনেটুনে চলছে সংসার। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে কৃষকরা।

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Lockdown

  পরবর্তী খবর