#কলকাতা: ভাটপাড়া উপনির্বাচন থেকেই ফের রাজনীতিতে কামব্যাক হতে চলেছিল মদন মিত্রের ৷ কিন্তু গণনা শুরু হতেই বদলে যায় দৃশ্যপট ৷ ভাটপাড়া কেন্দ্রে উপনির্বাচনে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন ক্রীড়া-পরিবহণমন্ত্রী মদন মিত্র ৷ এগিয়ে বিজেপি প্রার্থী, অর্জুন সিংয়ের ছেলে পবন সিং ৷
ভাটপাড়া উপনির্বাচন নিয়ে এখনও তপ্ত এলাকা ৷ ১৯ মে এই কেন্দ্রে ভোট হওয়ার পরের দিন থেকেই উত্তপ্ত এখানকার পরিস্থিতি ৷ ট্রেন আটকে অবরোধ, গুলি-বোমা বর্ষণ ৷ জারি হয় ১৪৪ ধারা ৷ উপনির্বাচন ঘিরে অশান্তি। রাজনৈতিক চাপানউতোর। ভোটের দিনই অর্জুনের নামে জেলাশাসককে নালিশ করেছিলেন ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। তাঁর অভিযোগ ছিল, অর্জুনের ব্যক্তিগত রক্ষীরা ভাটপাড়ায় হিংসা ছড়াচ্ছে। তারাই এলাকায় গুলি ও বোমা ছুড়ে সন্ত্রাস তৈরি করছে। অর্জুন সিং ও তাঁর রক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলে তৃণমূল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় অর্জুন সিং এই আসনে হয় উপনির্বাচন ৷
ইসলাম ও নওদা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ কান্দিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী সফিউল আলম খান ৷ এই কেন্দ্রটি এর আগে কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের দখলে ছিল ৷
অন্যদিকে, ভাটপাড়া ছাড়াও দার্জিলিঙ ও হবিবপুরেও এগিয়ে বিজেপি ৷ দার্জিলিঙে এগিয়ে বিজেপি সমর্থিত জিএনএলএফ প্রার্থী নীরজ জিম্বা তামাং ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, Elections With News18, General Election 2019 Result, Live election result 2019, Lok Sabha Election 2019, Lok Sabha elections 2019, Lok Sabha Elections 2019 Result, Lok Sabha Elections Results 2019, Verdict 2019 With News18