#আসানসোল: দুর্গাপুরে আহত বিজেপি সমর্থকদের দেখতে হাসপাতালে যান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । এরপর সেখান থেকে রানিগঞ্জ যেতে চান। কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি থাকায় ওই এলাকায় ঢুকতে দিতে আপত্তি জানায় পুলিশ।
লকেটকে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেধে যায় বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় কমব্যাট ফোর্সকে ৷ হাসপাতালে তাঁকে আটকে দেওয়ার পর রাস্তায় অবস্থান বিক্ষোভ করতে শুরু করেন লকেট। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেত্রী ৷ এরপর কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি ৷
আরও পড়ুন : আসানসোলে বাবুলকে ঢুকতে বাধা স্থানীয়দের, পুলিশ অফিসারকে ধাক্কা কেন্দ্রীয় মন্ত্রীর
অন্যদিকে আসানসোল কল্যাণপুরে যাওয়ার পথে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। এলাকায় ঢুকতে গেলে বাধার মুখে পড়েন। এরপর চাঁদমারিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। আইপিএস অফিসারকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও, বাবুলকে মুক্ত করতে পরে লাঠিচার্জ করে পুলিশ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, BJP, Locket Chatterjee