corona virus btn
corona virus btn
Loading

পুলিশ পেটানোর নিদান ! লকেট চট্টোপাধ্যায়কে আদালতে তলব

পুলিশ পেটানোর নিদান ! লকেট চট্টোপাধ্যায়কে আদালতে তলব
Photo : News 18 Bangla
  • Share this:

#বীরভূম: ‘পুলিশকে পেটান’ ! পুলিশ পেটানোর নিদান দিয়ে মামলার গেরোয় পড়েন বিজেপি নেতা-নেত্রীরা ৷ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বীরভূম জেলা পুলিশ ৷ সেই মামলার ভিত্তিতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার সিউড়ি আদালতে তলব করা হয় লকেট চট্টোপাধ্যায়কে ৷

জানা গিয়েছে, ভয়েস রেকর্ডিংয়ের জন্য বৃহস্পতিবার সিউরি আদালতে তলব করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে ৷ পাশাপাশি, বীরভূম বিজেপি সম্পাদক কালোসোনা মণ্ডল-সহ আরও বেশ কয়েকজনকেও আদালতে তলব করা হয়েছে ৷ উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয় লকেট এবং কালোসোনা-সহ ৬ জনের বিরুদ্ধে ৷

চলতি বছরের জানুয়ারি মাসে বীরভূমের মহম্মদবাজারে রামপুরে বিজেপির একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এবং বিজেপি সমসংখ্যক আসন পেলেও এখনও পর্যন্ত পঞ্চায়েত বোর্ড গঠন হয়নি ৷ তার প্রতিবাদেই সভা করছিল বিজেপি ৷ সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ সেই জনসভা বক্তব্য রেখেছিলেন কালোসোনাও ৷ মঞ্চ থেকেই পুলিশ পেটানোর নিদান দেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল ৷

First published: March 14, 2019, 10:52 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर